মুশফিকের চোখে সুপার - TopicsExpress



          

মুশফিকের চোখে সুপার টেনের স্বপ্ন স্বাগতিক হয়েও আগামী বছরের টি- টোয়েন্টি বিশ্বকাপে ‘সরাসরি’ নয়, প্রথম রাউন্ডে খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম অবশ্য প্রতিযোগিতার ‘আসল’ অর্থাৎ সুপার টেনে খেলার ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। রোববার দুপুরে ঢাকার রূপসী বাংলা হোটেলে পুরুষ ও মহিলাদের টি- টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট, সময়সূচী, ভেন্যু ও টিকেটের দাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপর এক সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “আইসিসির নিয়ম মানতে হবে। এটা আমাদের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জে আমাদের জিততেই হবে। আমরা নিজেদের সেরাটা দিতে পারলে পরের রাউন্ডে যেতে কোনো সমস্যা হবে না।” “আমাদের দলের ক্রিকেটররা এখন অনেক পরিণত। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। তাছাড়া আমরা নিজেদের মাঠে খেলবো। ভক্তদের সমর্থন নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।” মুশফিক ও তার সতীর্থদের ওপরে দেশবাসীর প্রত্যাশার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, “ওরা কিন্তু বাছাই পর্বে খেলবে না। বাছাই পর্ব পেরিয়ে আসা দলগুলোর সঙ্গে প্রথম রাউন্ডে খেলবে।”
Posted on: Mon, 28 Oct 2013 02:02:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015