মুশফিকের সঙ্গে - TopicsExpress



          

মুশফিকের সঙ্গে দুর্ব্যবহার !! কদিন আগে বিমান বন্দরে সাকিবের সঙ্গে দুর্ব্যবহার করে ইমিগ্রেশন কর্মকর্তারা। কাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের সাথে অসৌজন্যমূলক আচরণ করে পুলিশ। বড় আহাম্মকির বিষয় যে, পুলিশ নাকি অধিনায়ককে চেনে না! বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম নিজের এক লোককে দিয়ে বাইরে তার পরিচিতদের কাছে টিকিট দিতে পাঠান । পুলিশ টিকিট দিতে যাওয়া লোকটিকে আটক করে। খবর পেয়ে মুশফিক নিজেই ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ মুশফিকের সঙ্গে দুর্ব্যবহার করে। তারা মুশফিককে বলে , ‘আপনি কে। মুশফিক জাতীয় দলের ক্রিকেটারের পরিচয় দিলেও পুলিশ বলে ‘আমরা আপনাকে চিনি না।’ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । এভাবে আর কত? কবে আমরা আমাদের গুণীদের সম্মান দিতে শিখব? মনে রাখতে হবে যে জাতি তার গুনীদের প্রাপ্য সম্মান দেয়না, সে জাতির মধ্য থেকে আর গুণীর জন্ম হয়না ।
Posted on: Fri, 01 Nov 2013 06:26:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015