মুসাফিরের স্বলাত ও কসর - TopicsExpress



          

মুসাফিরের স্বলাত ও কসর স্বলাতের অধ্যায় :: সহিহ মুসলিম :: বই ৪ :: হাদিস ১৬৫৭ কুতায়বা ইবন সাঈদ (র)……আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ (সা) বলেছেন, প্রতি রাতে যখন রাতের প্রথম তৃতীয়াংশ অতিক্রান্ত হয়ে যায়, তখন আল্লাহ নিকটবর্তী আসমানে অবতরণ করেন আর তিনি বলতে থাকেন, আমিই বাদশাহ । কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব; কে আছে - যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তাকে দিয়ে দেব; কে আছে এমন যে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব । ফজর উদ্ভাসিত হওয়া পর্যন্ত এ ভাবেই চলতে থাকে । -------------------------------------------------------------------------------- The Book of Prayer :: Muslim :: Book 4 :: Hadith 1657 Abu Huraira reported Allahs Messenger (may peace be upon him) as saying: Allah descends every night to the lowest heaven when one-third of the first part of the night is over and says: I am the Lord; I am the Lord: who is there to supplicate Me so that I answer him? Who is there to beg of Me so that I grant him? Who is there to beg forgiveness from Me so that I forgive him? He continues like this till the day breaks.
Posted on: Fri, 25 Oct 2013 10:59:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015