মুসাফিরের স্বলাত ও কসর - TopicsExpress



          

মুসাফিরের স্বলাত ও কসর স্বলাতের অধ্যায় :: সহিহ মুসলিম :: বই ৪ :: হাদিস ১৬৩৫ আবুর রাবী যাহরানী (র)……আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী (সা) (সা) -কে প্রশ্ন করল, তখন আমি ছিলাম তার ও প্রশ্ন কারীর মাঝে । সে বলল, ইয়া রাসুলল্লাহ! রাতের সালাত কি কিরুপ ? তিনি বললেন, দুই দুই রাকআত করে । পরে যখন তুমি ভোর হওয়ার আশংকা করবে তখন এক রাক’আত সালাত আদায় করবে এবং বিতরকে তোমার শেষ সালাত বানাবে । পরে সেই বছরের শেষে এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করল, আর আমি রাসুলুল্লাহ (সা) এর কাছে সে অবস্থানে ছিলাম । তবে আমি জানি না যে, এই প্রশ্নকারী সে ব্যক্তিই ছিল না অন্য কোন লোক । এবারও তিনি তাকে অনুরুপ উত্তর দিলেন । “ -------------------------------------------------------------------------------- The Book of Prayer :: Muslim :: Book 4 :: Hadith 1635 Abdullah b. Umar reported: A person asked the Apostle of Allah (may peace be upon him) as I stood between him (the Holy Prophet) and the inquirer and he said: Messenger of Allah, how is the night prayer? He (the Holy Prophet) said: It consists of pairs of rakahs, but if you apprehend morning, you should pray one rakah and make the end of your prayer as Witr. Then a person asked him (the Holy Prophet) at the end of the year and I was at that place near the Messenger of Allah (may peace be upon him) ; but I do not know whether he was the same person or another person, but he (the Holy Prophet) gave him the same reply.
Posted on: Fri, 25 Oct 2013 10:34:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015