মুসলিম ভাইয়েরা! অনেক দিক - TopicsExpress



          

মুসলিম ভাইয়েরা! অনেক দিক ভেবে কিছু সিদ্ধান্ত নিলাম! ১. ইসলামী ঐক্যের জন্য এখন থেকে যথাসাধ্য চেষ্টা করব ২. ইসলামের বিভিন্ন গুরুত্তপূর্ণ বিষয় নিয়ে পরিকল্পনা অনুসারে লিখে যাব ৩. আলেমদের মত- পার্থক্য নিয়ে এখন থেকে কিছু লিখবনা ৪. আচরণে আরো নমনীয়তা আনবো । কেও খারাপ আচরণ করলেও মাথা গরম করবোনা । তাকে বুঝাতে চেষ্টা করব । ব্যক্তিগত উপলব্দিঃ আবেগের বশবর্তী হয়ে তুচ্ছতাচ্ছিল্য করে কাওকে বাঁশ দিয়ে শত শত Like পাওয়ার চেয়ে মাথা ঠান্ডা রেখে মার্জিত ভাষায় কাওকে বুঝিয়ে সত্যটা জানানো অনেক বেশী গুরুত্তপূর্ণ । একজন দাঈর আচরণ এমনই হওয়া উচিত । মুসলিম মাত্রই তার উচিত সদা-সর্বদা একজন দাঈর ভুমিকা পালন করা । সেটিই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমার ব্লকলিস্টে যারা আছেন সবাইকে আনব্লক করে দেব । কারণ সত্য জানানোর কাজ আমি করব । সঠিক বুঝ দেয়ার মালিক আল্লাহ তায়ালা । আমি হাজারবার চেষ্টা করলেও পারবনা । ইনশাআল্লাহ কাল থেকে আপনাদের প্রিয়/অপ্রিয় ভাই মুজাহিদের স্ট্যাটাসে একটু ভিন্নতা চোখে পড়বে বর্তমান প্রেক্ষাপট ঘোষনা করছে ইসলামকে বিজয়ী করতে ইসলামী ঐক্যের বিকল্প নেই সিদ্ধান্তটার ব্যপারে কে কি ভাবছেন জানিনা তবে আল্লাহ সাক্ষী শুধুমাত্র তাঁর সন্তুষ্টি অর্জনের লক্ষেই আমার যত প্রচেষ্টা ।
Posted on: Tue, 15 Oct 2013 14:16:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015