মৃত স্ত্রীর পোশাক পরে - TopicsExpress



          

মৃত স্ত্রীর পোশাক পরে ঘোরাফেরা! স্ত্রী মারা যাওয়ার পর তাকে ভুলতে না পেরে তার পরহিত পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন চীনের এক স্বামী। তিনি রাস্তায় নিয়মিত টাইলস, অন্তর্বাস এবং হিল পরে ঘুরে বেড়ান বলে চীনের স্থানীয় গণমাধ্যমের বর্ণনা দিয়ে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা দ্য মিরর। চীনের হেনান প্রদেশের জেংজোহু নামের এলাকায় তিনি নিয়মিত লোকাল গাড়িতে ভ্রমণ করেন বলে জানিয়েছে গণমাধ্যমটি। লোকটির নাম প্রকাশ করা না হলেও সংবাদ মাধ্যমটি জানায়, ওই লোকের স্ত্রী দুই বছর আগে মারা যায় এবং তখন থেকেই তিনি তার স্ত্রীর পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। আর এই ঘরে বেড়ানোর কারণ হিসেবে তিনি বলেন, এতে আমার মনে হয় আমার স্ত্রী সবসময় আমার সাথেই আছে। সম্প্রতি তার একটি ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে এবং আপলোডের ১৫ ঘন্টার মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে প্রায় আড়াই মিলিয়ন বার। https://youtube/watch?v=Gn_UEN5tTPc
Posted on: Fri, 19 Dec 2014 08:21:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015