যেখানে স্বার্থহীনতার - TopicsExpress



          

যেখানে স্বার্থহীনতার মুখোশ পরে স্বীয় স্বার্থ উদ্ধারের আপ্রাণ চেষ্টাকে ব্যক্তিত্ব ও মৌলিকতার বাহ্যিক রূপ হিসেবে বিবেচনা করা হয় এবং নিরলস ও নিঃস্বার্থ (!) ভাবে স্বার্থপরতার সংজ্ঞা জাবর কাটা পরিপাটি পোশাকের পুতুল গুলোকে সমাজের সুশীল শ্রেণীর উপাধি প্রদান করা হয়, সেখানে আর যাই হোক সভ্যতার চর্চা হয় না। ক্ষমতার ছড়ি যদি সর্বদা অসভ্য গোষ্ঠীর হাতে শোভা পায় তাহলে সভ্যতাকে মাটি খুঁড়ে জীবন্ত কবর দেয়ার দায়িত্ব জনগণেরই নিয়ে নেয়া উচিত বলে আমার বিশ্বাস!!!
Posted on: Tue, 19 Nov 2013 04:03:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015