যাতায়াত নির্দেশনা টু - TopicsExpress



          

যাতায়াত নির্দেশনা টু নোয়াখালী ----------------------------------------- ঢাকা টু নোয়াখালী ---------------------- # বাস : একুশে এক্সপ্রেস, এশিয়া ক্লাসিক, বিআরটিসি এগুলো ছায়দাবাদ থেকে মোটামুটি আধ ঘন্টা পর পর বাস গুলো ছাড়ে। #ট্রেন :আন্তঃনগর উপকুল এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে বিকেল ৩.৩০-৪.০০ দিকে নোয়াখালীর উদ্দেশ্যে ৫৫ছাড়ে। সিলেট টু নোয়াখালী --------------------: #বাস :বিআরটিসি সকাল সাড়ে আটটা এবং রাত নয়টায় নোয়াখালীর উদ্দ্যেশ্যে ছাড়ে। তাছাড়া কুমিল্লা ট্রান্সপোর্ট এ কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত এসে সিএনজি করে কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত এসে উপকুল বাসে করে সরাসরি নোয়াখালী আসতে পারবে। #ট্রেন : চট্টগ্রামগামী সকাল ৯ টায় পাহাড়িকা এবং রাত নয়টায় উদয়ন এক্সপ্রেস এ করে লাকসাম পর্যন্ত এসে উপকুল বাসে করে সরাসরি নোয়াখালী আসতে পারবে।। চট্টগ্রাম টু নোয়াখালী --------------------: #বাস: বাধন এক্সপ্রেস, রেসালাহ এবং বিআরটিসি করে সরাসরি নোয়াখালী আসা যাবে। #ট্রেন : যেকোনো ট্রেনে করে ফেনী পর্যন্ত এসে সুগন্ধা কিং বা আলামিন এক্সপ্রেস এ করে নোয়াখালী আসতে পারবে।। উত্তর বংগ টু নোয়াখালী ---------------------- : #বাস: টি আর ট্রাভেলস, হানিফ, শ্যামলী, সৌদিয়া এ করে ফেনী পর্যন্ত এসে সুগন্ধা কিং বা আলামিন করে আসতে পারবে অথবা ঢাকা পর্যন্ত এসে এশিয়া বা একুশে বা বিআরটিসি বাসে করে নোয়াখালী আসতে পারবে। #বরিশাল , ভুলা : লঞ্চ করে লক্ষীপুর পর্যন্ত এসে নোয়াখালী আসতে পারবে। #খুলনা, যশোর : ঢাকা হয়ে নোয়াখালী আসতে হবে। আর কিছু জানতে চাইলে কমেন্ট কর। আমরা আছি।। Post credit : NSTU Admission Helpline
Posted on: Fri, 02 Jan 2015 03:33:49 +0000

Trending Topics



stbody" style="min-height:30px;">
তোমাদের যেকোন প্রয়োজনে
lication
t7cbcjop7 American Standard 2437.012.222 Colony Fit Right Height
Cyber Monday Sales * Philips LFH9399/00 Digital Voice Recorder

Recently Viewed Topics




© 2015