যাদের আইডি থেকে স্পাম - TopicsExpress



          

যাদের আইডি থেকে স্পাম ছড়াচ্ছে তারা এই ঝামেলা থেকে মুক্তি পেতে অবশ্যই এই স্ট্যাটাসটি পুরোটা পড়ুনঃ প্রথমত বলি স্প্যাম কিভাবে ছড়াতে পারেঃ ১) আপনি যদি স্প্যাম লিঙ্কে ক্লিক করেন। ২) আপনার কম্পিউটারের কোনো ব্রাউজার থেকে যদি আপনার কোনো বন্ধু-বান্ধব বা অন্য কেউ ঢুকে ওই লিঙ্কে ক্লিক করলে আপনিও যদি একই ব্রাউজার থেকে ফেইসবুকে ঢুকেন তবে আপনি ক্লিক না করলেও এই স্প্যাম ছড়াতে পারে। ৩) আপনি যদি টাচ স্ক্রিন মোবাইল বা ট্যাব ব্যবহার করেন তবে অসতর্কতার কারণে আপনার অনিচ্ছা সত্ত্বেও ক্লিক পড়ে যেতে পারে। স্প্যাম লিংক ছড়ানোতে কী টেকনোলজি ব্যবহার করে স্ক্যামার বা স্প্যামাররাঃ ১) কোনো কোনো স্প্যাম লিঙ্কে একটি গোপন “Like” বাটন থাকে। তাই আপনি ক্লিক করুন আর না করুন এটা ছড়িয়ে যেতে পারে। ২) স্ক্যামাররা এই লিঙ্কগুলো ছড়াতে আপনার ব্রাউজারের টুলবারের সাহায্য নিয়ে থাকে। কিছু কিছু টুলবার এই কাজে সহায়তা করে। এর মধ্যে সবচেয়ে কার্যকরী ইউটিউব টুলবার। যারা এই পরিস্থিতিতে পড়েছেন তৎক্ষণাৎ করণীয়ঃ সাথে সাথে ব্রাউজার পরিবর্তন করে অন্য ব্রাউজার দিয়ে ঢুকে লিঙ্কগুলো রিমূভ করে দিন। তারপর নিচের আগাম সতর্কতা ধাপগুলো অনুসরণ করুন। তারপর স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য যা করবেনঃ আপনাকে ইউটিউব টুলবার এবং ভিডিও প্লেয়ার এড-অন আনইনিস্টল করতে হবে। ইউটিউব টুলবার আনইনস্টল করার জন্য যা করতে হবে তা হচ্ছেঃ মজিলা ফায়ারফক্সঃ ১) Click on Firefox (upper left corner)>Add-ons (আপডেইট ভার্সন) পুরোনো ভার্সনে Click on Tools>Add-ons ২) তারপর যে উইন্ডো আসবে সেখান থেকে Youtube/Div-X টুলবারের সামনে লেখা Remove/Uninstall লেখাটিতে ক্লিক করুন। ৩) তারপর আপনার ব্রাউজারটি রিস্টার্ট দিন। ব্যস, কাজ হয়ে গেছে। আপনি এখন স্প্যামের ঝামেলামুক্ত। গুগল ক্রোমঃ ১) Click on setting icon(upper right corner) ২) তারপর Click on Tools>Extensions ৩) তারপর একটা নিউ উইন্ডো আসবে। সেখান থেকে Youtube/Div-X এর সামনে লেখা Remove/Unistall লেখাটার উপরে ক্লিক করুন। ৪) তারপর আপনার ব্রাউজারটি রিস্টার্ট দিন। ব্যস কাজ হয়ে গেল। আপনি এখন স্প্যামের ঝামেলামুক্ত। আপনার ব্রাউজারে "Video Player" নামে যদি কোনো Add-on থাকে তবে সেটিকেও একইভাবে আনইনস্টল করে দিন। "Video Player" নামক add-on-টিও স্প্যাম ছড়াতে সহায়তা করে।
Posted on: Sun, 28 Jul 2013 15:40:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015