যে নারীকে ভালোবাসি তার - TopicsExpress



          

যে নারীকে ভালোবাসি তার জন্য জীবন দেয়া যত সহজ , তার সঙ্গে ঘর করা তত সহজ নয় ! ___বায়রন মেয়েরা ব্যয় এবং অপব্যয় দুটোতেই সিদ্ধহস্ত ! ___ফ্রান্সিস বেকন মেয়েরা সাধারণত এত খারাপ , যে ভাল এবং মন্দ মেয়ের মধ্যে কোন পার্থক্যই করা যায় না ! ___টলস্টয় মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম ! ___রবীন্দ্রনাথ ঠাকুর কম বয়েসী মেয়ে হল রসগোল্লার মত যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে ! ___শংকর পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা ! ___মেনানডার পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর মেয়েরা শয়তানের খেলার সামগ্রী ! মেয়েরা সন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু নয় ! ! ___নেপোলিয়ান বিড়াল, পাখিরা এবং মেয়েরা এই ধরণের প্রাণী যারা নিজেদের প্রসাধনের উপর সর্বাধিক সময় নষ্ট করে ! ___চার্লস নড়ায়ার পুরুষেরা যেখানে দুর্বল মেয়েরা সেখানে তাদের খুব ভালো করেই চেনে কিন্তু পুরুষেরা যেখানে খাঁটি পুরুষ, মেয়েরা সেখানকার রহস্যঠিক ভেদ করতে পারে না । আসল কথা, পুরুষ মেয়েদের কাছে রহস্য মেয়েরা পুরুষের কাছে রহস্য । এই যদি না হবে তা হলে এই দুটো জাতের ভেদ জিনিসটা প্রকৃতির পক্ষে নেহাত একটা অপব্যয় হত ! ___ রবি ঠাকুর একজন মেয়ে যাকে মন দিতে পারে, তাকে শরীরটা দেওয়া কিছুই নয় । এই শরীরে আছেটা কি ? অথচ আশ্চর্য ! নিরানব্বই ভাগ পুরুষের কাছে এবং সমাজ যারা গড়েছেন তাদের কাছে এই শরীরটাই দামি । মনের দাম নেই কানাকড়িও ! ___বুদ্ধদেব গুহ -------------------------------------------------------------------------------------- আল্লামা শফি সাহেবের তেঁতুল থিউরি নিয়া যাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে কামড়ানি এবং চুলকানি বোধ করছেন তাদের বলছি উপরে বেশ কিছু মনিষীদের বক্তব্য দেয়া হয়েছে । প্রগতিশীল , সুশীল , নাগরিক সমাজ এবং নারীবাদীদের তো দেখলাম না কিংবা শুনলাম না ওনাদের বিপক্ষে কিছু বলতে ! কেন ? কেউ বলেছেন রসগোল্লা , কেউ বলেছেন খেলনা , কেউ বলেছেন সন্তান উৎপাদনের যন্ত্র , কেউ বলেছেন হিংস্র প্রাণী , ইত্যাদি ! ইত্যাদি ! তেঁতুলের থেকে এই বিশেষণ গুলো কি ভাল না খারাপ ? চুদুর বুদুর বাদ দিয়া কাজের কথায় আসেন ! সরাসরি বলে দিলেই পারেন আমাদের সকল কামড়ানি এবং চুলকানি ওই ইসলামের বিরুদ্ধে তাহলেই তো হয় । -------faisal aust
Posted on: Sun, 14 Jul 2013 10:02:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015