যিনি সকল কাজের কাজী - TopicsExpress



          

যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী। যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী ॥ তাঁর বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তিনি যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গি ॥ এই জন্ম-মরণ-খেলায় মোরা মিলি তাঁরি মেলায়, এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী। ওরে ডাকেন তিনি যবে তাঁর জলদ-মন্দ্র রবে ছুটি পথের কাঁটা পায়ে দলে সাগর গিরি লঙ্ঘি ॥ English version: Translated by Rabindranath Tagore OUR MASTER is a worker and we work with him. Boisterous is his mirth and we laugh with his laughter. He beats his drum and we march. He sings and we dance in its tune. His play is of life and death. We stake our joys and sorrows and Play with him. His call comes like the rumbling of clouds; we set out to cross Oceans and hills Audio: Krishnakali https://youtube/watch?v=Mo12TSSwxQE
Posted on: Fri, 09 Jan 2015 18:28:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015