যৌবন জ্বালায় তপ্ত মানুষ - TopicsExpress



          

যৌবন জ্বালায় তপ্ত মানুষ গুলো সম্ভবত সব ফেসবুকে জড়ো হয় আজকাল। ১৮+ পেজ গুলির রমরমা বাজার তারই ইঙ্গিত দেয়। তবে এই ব্যাপারটি যে কতটুকু বিব্রতকর তা কি সবাই জানেন ? একটু ভেঙ্গেই বলি, আজ সকালে আমার এক পরিচিত নম্র ভদ্র বড়ভাই এক ১৮+ পেজে লাইক মেরেছেন, এবং তার এই কীর্তি ছবি সহ আমার নিউজ ফিডে চলে আসে। তো এখন সেই ভদ্রলোক সম্পর্কে আমার শ্রদ্ধার মাত্রা কি আগের মত থাকবে? আমি পীরে কামেল পাবলিক না সেটা আমি ভালভাবেই জানি, তাই বলে আমার উত্তপ্ত কামনার কথা ফেসবুকে কেন জানিয়ে বেড়াব? কিছুই বোধহয় বলার নেই।
Posted on: Wed, 02 Oct 2013 17:53:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015