যেভাবে ৫ ধাপে মাত্র ১৪ - TopicsExpress



          

যেভাবে ৫ ধাপে মাত্র ১৪ সেকেন্ডে মানুষ খুন করবেন: ১. প্রথমে সাচ্চা মুসুলমানের পোষাক পরে নিন, এর উপর কোন পোষাক নেই নিজের আকাম লুকিয়ে নাদান বাচ্চা হয়ে ঘুরার। ২. বিসমিল্লাহ বলে মেশিনটা পায়জামার মাঝে আটকিয়ে রাখুন, আবার চেক করে দেখুন মাথার টুপিটা ঠিকমত আছে কিনা। (বাহ, আপনাকে তো হেব্বি ইনোসেন্ট লাগছে!) ৩. এইবার একটু অভিনয় করতে হবে, যাকে মারবেন তার পাশ দিয়ে ফোনে কথা বলতে বলতে হাটতে থাকুন। অভিনয় মোটামোটি মানের হলেই হবে। (সত্যি সত্যিই কল করে ফেলবেন না) ৪. এবার একশন.... ঢাশ ঢাশ ঢুশ.... করলেন তো গুলি? আহা দৌড় দেয়ার দরকার নাই, বেটা এখনও নড়তাছে কেন দেখেন! মরে নাই তো, আবার দেন গুলি। (এত আওয়াজ কেন এই মেশিনের!) ৫. এইবার আপনার চামচাদের ডাকেন আর ঝিকিরের সাথে পলায়ন করুন। ব্যাস হয়ে গেল মাত্র ১৪ সেকেন্ডে মানুষ খুন। নিমিশে চমৎকার পলায়ন। দাগ ছাড়াই দারুন কিছু।
Posted on: Wed, 31 Jul 2013 05:46:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015