যে মসজিদে একা নামাজ - TopicsExpress



          

যে মসজিদে একা নামাজ পড়তে ভয় পান মুসল্লিরা » ঘটনাটি পাঠিয়েছেনঃ অন্ধকারের ছায়ামূর্তি মসজিদের নাম ‘জ্বীনের মসজিদ’। নামকরণের ক্ষেত্রে জ্বীনতাত্ত্বিক কারণও রয়েছে। মসজিদটি কোন মানুষের নকশায় শ্রমিকের ঘামে গড়ে ওঠেনি। অলৌকিকভাবে একরাতের মধ্যে গড়ে উঠেছে মসজিদটি। এলাকাবাসি এর নাম দিয়েছে ‘জ্বীনের মসজিদ’।আনুমানিক দুই শ’ বছর আগে এক রাতে অলৌকিকভাবে গড়ে ওঠে একটি মসজিদ। আগের দিন পর্যন্ত যেখানে ছিল অথৈ পানি। একরাতের মধ্যে পানির ভিতর মাটি ফেলে কারুকার্যখঁচিত একটি মসজিদ নির্মাণ করা........ । । । । । । । । এই গা শিরশিরে সত্য কাহিনী প্রকাশিত হয়েছে এই পেজটিতেঃ SYM Bangladesh SYM Bangladesh এরকম অসংখ্য ঘটনা মিস করতে না চাইলে এখুনি পেজটি লাইক দিয়ে রাখুন। নইলে অনেক কিছু মিস করবেন।। পেজ লিঙ্কঃ SYM Bangladesh SYM Bangladesh 100% গ্যারান্টি। ঘটনাগুলো পড়ার পর আপনি এমন অনেক কিছুই বিশ্বাস করবেন, যা আগে কখনও বিশ্বাস করার কথা চিন্তাই করতেন না।
Posted on: Sun, 14 Dec 2014 16:33:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015