যারা আওয়ামীলীগকে - TopicsExpress



          

যারা আওয়ামীলীগকে নাস্তিক ও ইসলাম বিরোধী ট্যাগ দেয় তাদের জানানোর জন্য কিছু তথ্য - > বাংলাদেশ OIC(organization of islamic countries) এর সদস্যপদ লাভ করে বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায়,পাকিস্তানের প্ররোচনায় আরব রাষ্ট্রগুলোর অনিচ্ছা থাকা সত্ত্বেও । > বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু । > জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সংস্কার ও পরিবর্ধন করে আজকের এই বিশাল ও নান্দনিক রূপে নিয়ে আসেন বঙ্গবন্ধু । > হজ্জের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বার্ষিক ইজতেমা স্থায়ীভাবে বাংলাদেশে আয়োজনের উদ্যোগটি গ্রহন করেন বঙ্গবন্ধু । > কাকরাইলের বিশাল মসজিদটি প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধুর উদ্যোগে । > কওমি লাইনের যেই আল্লামা শফি হুজুর আজকে এতো লাফাচ্ছেন সেই কওমি মাদ্রাসা বোর্ড এই দেশে প্রথম প্রতিষ্ঠা করেন জননেত্রি শেখ হাসিনা,দেশের একটি বড় অনগ্রসর অংশ এই লাইনে পড়াশোনা করে বলে তাদের সুবিধার জন্য । > স্বাধীন বাংলাদেশ থেকে মদ জুয়ার লাইসেন্স বাতিল করেন বঙ্গবন্ধু ।পরবর্তীতে জিয়াউর রহমান পুনরায় চালুকরেন । > পবিত্র কুরআন শরীফের জন্য এবারই প্রথমবারের মতো একটি পুরনাঙ্গ ওয়েবসাইট চালু করে বর্তমান আওয়ামীলীগসরকার ।
Posted on: Wed, 07 Aug 2013 15:03:23 +0000

Trending Topics