যারা এই সময়ে বাসে চড়ে - TopicsExpress



          

যারা এই সময়ে বাসে চড়ে গ্রামের বাড়ি গিয়েছেন তাদেরকে আজকের অব্স্থা সম্পর্কে অবগত না করলেও চলবে ! আমি এখন বাস-এ, খুব-ই কষ্টে একটা সিট ধরতে পেরেছি…আমার সাথে জিনিসপত্র এক্টু বেশি তাই সিটের অন্যজনকে বল্লাম, " আন্কেল, আপ্নি একটু এপাশে আসুন আমি জানালার পাশে বসি" ;) জানি এমনটা করতে কারর-ই মন চাই না, মনে মনে ভাবে আমিও টাকা দিয়ে যাচ্ছি… আমি তবুও টেরাই মারলাম আর কি…! ;) রীতিমত তিনিঅ রাজি হলেন না…যায়্হক, আমি ওদিকে নাবসেই আমার দামি মুপাইলটা নিয়ে ফেবু চালানো ইস্টার্র্ট করলাম, :/ ভদ্রলোক আমার কাছে সময় জানতে চাইলে আমি মুপাইল স্ক্রিনের থ্কে মুখ না ফিরিয়েই বল্লাম ৩টা ১৫ মিনিট হয়েছে! (উনার রিএকশন দেখার জন্য একটু পার্র্ট মারলাম ;) ) তত্ক্খনাত উনিঅ তার পকেট থেকে সিম্পনি বড় স্ক্রিনের মুপাইল বের করে নেট চালাইতাছে, :D আমি উকি দিয়ে দেখি, উনি জাস্ট আমাকে দেখানোর জন্যে নেত চালাচ্ছেন, রবি এর হোম্পেজে ঢুকে আছেন আর বিরবির করে কি জেন পড়ছেন, :D যাক, আমি চিটাগং শহর ছাড়িয়ে গ্রামের উদ্দেশ্যে রাওনা দিলাম, কাল ঈদ এর নামাজ বাষিতেয় পড়বো বলে
Posted on: Thu, 08 Aug 2013 09:50:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015