যারা গতকাল সিক্রেট - TopicsExpress



          

যারা গতকাল সিক্রেট সার্ভিসের নাম দিয়ে সাহায্য করেছিলেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার কাছে কয়েকটা নামই পছন্দ হয়েছিল কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলাম না।শেষ পর্যন্ত পছন্দের নামগুলোর সমন্বয়ে এই স্ট্রাকচারটা দাড় করালাম। এজেন্সির মূল নাম- The Secret Shadow -দ্যা সিক্রেট শ্যাডো (সংক্ষেপে The Agency বলে ডাকা হবে) এর কয়েকটি উইং থাকবে- ★Information And Analysis Wing-ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিস উইং ★Intelligence and Investigation-ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন (সংক্ষেপে-Eye n Eye ) ★Track and Trace-ট্র্যাক অ্যান্ড ট্রেস (সংক্ষেপে TnT ) ★কমান্ডো উইং এর দুটো গ্রুপ থাকবে 1- Sea Hawk-সী হক(অর্ডিনারি কমান্ডো ইউনিট) 2-Black Circle-ব্ল্যাক সার্কেল(হাইলি ট্রেইন্ড কমান্ডো ইউনিট) কোনো পরামর্শ থাকলে সাদর আমন্ত্রন। ইনশাআল্লাহ খুব শিঘ্রই আসছে মেজর সাইফ হাসান।
Posted on: Sun, 29 Sep 2013 11:27:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015