যারা ফিফা র্যাঙ্কিং এ ৩য় - TopicsExpress



          

যারা ফিফা র্যাঙ্কিং এ ৩য় স্থান ব্রাজিলের ৭-১ গোলে বিধ্বস্ত হবার পর উল্লাসে ফেটে পড়েছিলেন, সমর্থককে গালি দিচ্ছেন তাদেরকে বড় দলগুলোর পরাজয়ের একটা পরিসংখ্যান দিচ্ছিঃ স্পেন- ফিফা র্যাঙ্কিং এ ১ম স্থান, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন, সবচেয়ে বড় পরাজয়ঃ ৭-১ গোলে ইংল্যান্ডের কাছে। জার্মানি- ফিফা রাঙ্কিং এ ২য়, ৩ বারের বিশ্বচ্যম্পিয়ন, ৯-০ গোলে ইংল্যান্ডের কাছে বড় পরাজয়। পর্তুগাল- ফিফা রাঙ্কিং এ ৪র্থ, কখনো ফাইনাল খেলতে পারেনি, সবচেয়ে বড় পরাজয়ঃ ১০-০ গোলে সেই ইংল্যান্ডের কাছেই। আর্জেন্টিনা- ফিফা রাঙ্কিং এ ৫ম, ২ বারের বিশ্বচ্যম্পিয়ন, সবচেয়ে বড় পরাজয়ঃ ৬-১ গোলে বলিভিয়ার কাছে। সুইজারল্যান্ড- ফিফা রাঙ্কিং এ ৬ষ্ট, কখনো ফাইনাল খেলতে পারেনি, সবচেয়ে বড় পরাজয়ঃ ৯-০ গোলে হাঙ্গেরির কাছে। উরুগুয়ে- ফিফা রাঙ্কিং এ ৭ম, ২ বারের বিশ্বচ্যম্পিয়ন, ৬-০ গোলে আর্জেন্টিনার কাছে বড় পরাজয়। কলম্বিয়া- ফিফা রাঙ্কিং এ ৮ম, কখনো ফাইনাল খেলতে পারেনি, সবচেয়ে বড় পরাজয়ঃ ৯-০ গোলে ব্রাজিলের কাছে। ইটালি- ফিফা রাঙ্কিং এ ৯ম, ৪ বারের চ্যম্পিয়ন, ৭-১ গোলে হাঙ্গেরির কাছে বড় পরাজয়। ইংল্যান্ড- ফিফা রাঙ্কিং এ ১০ম, ১ বারের বিশ্বচ্যম্পিয়ন, ফুটবলের জনক, তারাও ৭-১ গোলে বড় ব্যাবধানে হাঙ্গেরির কাছে পরাজিত। হল্যান্ড- ফিফা রাঙ্কিং এ ১৫তম, ৩ বারের রানার্সআপ, সবচেয়ে বড় পরাজয়ঃ ১২-২ গোলে ইংল্যান্ডের কাছে। ফ্রান্স- ফিফা রাঙ্কিং এ ১৭তম, ১ বারের বিশ্বচ্যম্পিয়ন, ৭-১ গোলে হাঙ্গেরির কাছে বড় পরাজয়। এছাড়া হাঙ্গেরি রাঙ্কিং এ ৪৪তম, ২ বারের রানার্সআপ, বিধ্বস্ত হয়েছিল ৮-১ গোলে হল্যান্ডের কাছে। আরো অনেক ফুটবল দল আছে এ বিশ্বকাপে খেলছে তাদের প্রত্যেকের-ই একটা খারাপ দিন আছে, লিখে শেষ করা যাবে না। ব্যাপার টা হচ্ছে, আমাদের বাংলাদেশের ৫৮ রানে অলআউট হবার মতই, যারা ফ্যান তারা হেরে গেলেও দিনশেষে সেই দলের-ই বড় সমর্থক। তারা জানে দল ঘুরে দাঁড়াবেই, একসময় দল ঘুরে দাড়ায়- আর এটাই হচ্ছে ফ্যান দের ভালোবাসার সম্মান অথবা প্রতিদান। আপনি উপরিউক্ত যে দলের-ই ফ্যান হোন না কেন, এই পরাজয় তালিকা দেখে অন্যের বড় পরাজয়ে অফেন্স করার আগে দয়া করে দ্বিতীয়বার চিন্তা করুন, ফান করুন বাট ফান করতে গিয়ে অফেন্স করবেন না। আপনি ফুটবল প্রেমী হলে অবশ্যই আপনার জন্য শুভ কামনা রইলো। #No offense, only Respect, love and enjoy the beautiful game of Football and
Posted on: Thu, 10 Jul 2014 09:39:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015