যারা মনে করছেন, বাংলাদেশ - TopicsExpress



          

যারা মনে করছেন, বাংলাদেশ কেন ৪৮ ওভারে ২৫৬ রান টার্গেট করে খেলছে না, আমি তাদের আবেগকে সম্মান জানাই। But the bitter truth is, আপনারা হয় খেলা বুঝেন না, অথবা নিয়মিত টেস্ট ক্রিকেট ফলো করেন না! টেস্টের পুরো শেষদিনে যদি ২৫০ রানও টার্গেট থাকে তবুও সেটাকে অনেক কঠিন ধরা হয়! এটা ওয়ানডে না। ইচ্ছে করলেই বোলার একের পর এক বাউন্সার দিতে পারে, ১১ জন ফিল্ডার বাউন্ডারিতে রেখে বোলিং করতে পারে! সেখানে টেস্টের শেষ দুই সেশনে ২৫৬???!! এটা প্রায় অসম্ভবের কাছাকাছি একটা ব্যাপার! খুব অতিমানবীয় গিলক্রিস্ট অথবা গেইল টাইপ একটা ঝড়ের ইনিংস না খেললে ব্যাপারটা অসম্ভব! এক্ষেত্রে শেষ দুই সেশনে রান তোলাটা যত কঠিন, তার চেয়ে মারতে গিয়ে আউট হয়ে যাওয়াটা ততই সোজা!! গত বছর ওয়েস্ট ইন্ডিজের সাথে শেষ দুই সেশনে ২৪৪ টার্গেট করে খেলতে গিয়ে বাংলাদেশ অলআউট হয়ে গিয়েছিলো! সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার সাথে গত বছর চতুর্থ দিনেই তিন উইকেট পড়ার পরে পুরোদিন ঠেকিয়ে ড্র করেছিলো! ক্রিকেট ইতিহাসেরই শ্রেষ্ঠ চেজগুলোর মধ্যে একটা ২৯৮, ৮৮ ওভারে!! সেখানে ৪৮ ওভারে ২৫৬??!! শেষ দুই সেশনে ২০০ এর বেশি চেজ করে জেতার রেকর্ড ইতিহাসে নাই! একটাও না! সুতরাং, যারা জেতার আশা করেন তাদের আবেগকে আমি সম্মান জানাই। কিন্তু বাস্তবতা বুঝে আশা করুন। :) btw, আমিও যে মনে মনে স্বপ্ন দেখি না, তা নয়! :P
Posted on: Sun, 13 Oct 2013 08:42:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015