যায়েদ তিনবছর ধরে পিস - TopicsExpress



          

যায়েদ তিনবছর ধরে পিস টিভিতে ডাঃ জাকির নায়েকে লেকচার শুনে ।ডাঃ জাকির নায়েকের বিভিন্ন লেকচারের প্রশ্ন/উঃ পর্বের অনুষ্টান গুলো সে খুব আগ্রহ নিয়ে দেখে । কিন্তু তিনবছর লেকচার শুনেও সে এখনো দাড়ি কাটা ছাড়তে পারেনি ।সে প্রতি দুদিন পর পর স্নীন সেভ করে । এখনো সে সুন্নতী পোশাখ ধরতে পারেনি ।ঠিকমত নামায ধরতে পারেনি । আর তোফায়েল ,যে ডাঃ জাকির নায়েকের লেকচার শুনেনা ।পিস টিভিতে প্রশ্ন/উঃ পর্বের লেকচার দেখেনা । সেও দাড়ি সেভ করে ।সুন্নতী পোশাক পড়েনা ।ঠিকমত নামায পড়েনা । সুতরাং ডাঃ জাকির নায়েকের লেকচার শুনে লাভ নেই ,শুধু সময়ের অপচয় । .. ১২০দিন বা তিন চিল্লার পর :- তোফায়েল দাড়ি সেভ করেনা ।সুন্নতী পোশাখ পড়ে ।ঠিক মত নামায পড়ে । ... যায়েদ তিনবছর লেকচার শুনে একটুও পরিবর্তন হয়নি আর তোফায়েলে তাবলীগে তিনমাস সময় দিয়ে কত পরিবর্তন হয়েছে । . . সুতরাং আমাদের উচিত ঘন্টায় ঘন্টায়/দিনের পর দিন/মাসের পর মাস /বছরের পর বছর ডাঃ জাকির নায়েকের লেকচার শুনে সময় নষ্ট না করা । .. এরচেয়ে অনেকগুন ভালো তাবলীগে সময় লাগানো ।
Posted on: Tue, 20 Aug 2013 08:47:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015