যথারীতি মেয়াদ শেষ হওয়ার - TopicsExpress



          

যথারীতি মেয়াদ শেষ হওয়ার ১৫-১৬ দিন আগে mb শেষ। -_- তো এক বড় ভাই ওইদিন ৩৫০ টাকা পাঠাইছিল। :) ভাবলাম আর ১০০ টাকা বিকাশ থেকে রিচার্জ করে mb কিনবো। ^_^ বিকাশ থেকে ১০০ টাকা রিচার্জ করলাম।কাটলো ব্যালেন্স থেকে ১০০ টাকা, কিন্তু হালায় পাঠাইলো ৯৯ টাকা। ১ টাকা নিজ দায়িত্বে ধান্ধা বাবদ কেটে নিছে। :3 যাই হোক গজগজ করতে করতে ব্যালেন্স চেক করে দেখি ৩৫০ টাকাই আছে। :o ৯৯ টাকা হাওয়া! এবং এয়ারটেল অফিস থেকে একটা চিঠি (msg) ঝুলাইয়া দিছে- Apnar account e 99tk talktime, 99tk SMS,99tk internet, 99tk MMS bonus pouche geche. Bonus Check korte dial *778*2014#. O.o o.O মেজাজটা পুরাই বিগড়ে গেল।আমি বান্ডেল কিনমু কিনা একবার জিগাইলো না! ধরাইয়া দিল? -_- দিলাম কাস্টমার কেয়ারে ফোন। 8-) অপর প্রান্ত থেকে মাথা নস্ট কন্ঠে সিয়াম বলছেন। ;) কন্ঠ শুনে রাগ অর্ধেক কমে গেল। :* তবুও কন্ঠে যথাসম্ভব রাগি ভাব ধরে রেখে বলতে শুরু করলাম- আমি: কি সমস্যা আপনাদের? বলা নাই,কওয়া নাই ব্যালেন্স কেটে ফেলেন।আমার একটা বান্ডেল লাগলে তো নিজেই purchase করবো।আন্দাজে বান্ডেল ধরাইয়া দেয়ার মানে কি? >_< সায়েম: actually Mam এটা একটা অফার। আপনি নির্দিষ্ট কিছু amount রিচার্জ করলেই এই সুবিধাগুলো automatically পাবেন (মাখন কন্ঠে) :) আমি: আমাকে একটা help করবেন plz?আমাকে সুবিধা দেয়া বাদ দিবেন প্লিজ? সায়েম: sorry Mam! বুঝতে পারিনি! (অধিক মিষ্টি সুরে) আমি : i mean আমি সুবিধাবঞ্চিত হতে চাই।আমার এতো সুবিধার দরকার নাই।দয়া করে এই অফারগুলো বন্ধ করে দেন। সায়েম : sorry mam.আমাদের এখানে এমন কোন option নাই। (কন্ঠস্বর থেকে যেন মধু ঝরতাছে) :D অত্যন্ত ভদ্রতার সহিত লাইনটা কেটে দিলাম।আর কিছুক্ষণ মনে মনে খাস বাংলা উচ্চারিত হলো। বান্ডেল না জিগাইয়া চালু করার option আছে,কিন্তু বন্ধ করার option নাই। আমি তো এয়ারটেলের চেয়ারম্যানের বেয়ান লাগি। আমার সাথে তেনারা মজা **চ্ছেন! >_< >:( এখন বুঝতাছি কাস্টমার কেয়ারে কেন এত মধুর কন্ঠবিশিষ্ট employees রাখে :3 আমার মত ভোলাভালা কাস্টমারেরর মন ভোলানোর ফন্দি। :(
Posted on: Tue, 23 Sep 2014 17:59:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015