যদি কাউকে জিজ্ঞেস করা হয় - TopicsExpress



          

যদি কাউকে জিজ্ঞেস করা হয় তোমার জীবনের সবচেয়ে স্মরনীয় দিন কোনটা, প্রায় সবাই বলবে স্কুলের দিন গুলো। হ্যা, আমিও তাই বলব। আর স্কুলের কিছু কিছু Teachers থাকে যাদের সারা জীবন মনে থাকে। নাসরিন টিচার, জাহানারা ম্যাডাম, মুকুন্দ স্যার, সঞ্জয় স্যার; আমার স্কুল জীবনের সেরা গুরুজন। তাদের মধ্যে নাসরিন টিচার হল মায়ের মত। সবাইকে তিনি সন্তানের মত স্নেহ করেন। ক্লাসের সবচেয়ে খারাপ ছেলেটাও তার ক্লাসে মনযোগ দিত। তার সম্পর্কে যত বলিনা কেন কম মনে হয়। এটা আমি গর্বের সাথে বলতে পারি আমার ক্লাসে নাসরিন টিচার সবচেয়ে বেশি ভালোবাসতো আমায়। Class Captain ছিলাম, আর বাংলা ব্যাকরণে ভাল ছিলাম তাই টিচার একটু বেশি Care করত। ১০ মে ২০১০, বিশ্ব মা দিবস ছিল। Plan করলাম টিচারকে একটা Gift দেব, যা টিচার মনে রাখবে। আরমানও আমার সাথে Gift দেবার Plan করল। দুইজনই কলম দেব ঠিক করলাম। ভাল ব্রান্ড আর দামি একটা কলম নিলাম, আরমানও একটা কিনল। ক্লাসে টিচারকে Wish করলাম, কলমটা দিলাম। টিচার অনেক খুশি হল, আমাদের জন্য দোয়া করলেন। ঠিক এক বছর পর, তখন সিটি কলেজে পড়তাম। মা দিবসের পরের দিন স্কুলে গেলাম, সব স্যার-ম্যাডামের সাথে দেখা করলাম। নাসরিন টিচার তখন ক্লাস নিচ্ছিলেন, ক্লাসে গিয়ে ওনার সাথে দেখা করলাম। বললাম, স্কুলের দিনগুলো খুব মিস করি টিচার। টিচার বলল,ফেরদৌস কাল ছিল মা দিবস, তোর কথা খুব মনে পড়ছিল। গত বছর তুই একটা কলম দিয়েছিলি, কাল সেই কথা মনে পড়ে গেল। কথাটা শুনে চোখে পানি এসে গেল। আসলে স্কুল জীবনে সবার যে ভালবাসা পেয়েছি তা ছিল অতুলনীয়।
Posted on: Fri, 26 Sep 2014 16:12:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015