যদি তুমি কোন সঠিক কাজ কর, - TopicsExpress



          

যদি তুমি কোন সঠিক কাজ কর, তবে সকলে এক সময় তা ভুলে যাবে।।কিন্তু যদি তুমি কোন সামান্য ভুল কাজ করে ফেল বা না করেও তুমি পরিস্থিতির স্বীকার ...তবে সেই মানুষই তা সারাজীবন মনে রাখবে... তা তুমি যতই জীবন দিয়ে তাদের ভালবাস না কেন!তুমি যতই তাদের জন্য জীবনটাও দিয়ে দাও...তারা তোমাকে দোষারোপ করবেই... এই ধরনের মানুষদের সত্যি আমার করুণা হয়,হাসি পায়...মুখে বা ফেসবুক স্ট্যাটাসে তারা বড় বড় বুলি কপচায়..ভাবখানা এমন যেন কত মহান ব্যাক্তিত্ব.... মুখে আওড়াতেই থাকে"মানুষ মাত্রেই ভুল হয়"... অথচ কাজের বেলায় ফক্কা... তোমাকে বিপদের মুখে ঠেলে দিতেও তারা দ্বিধা বোধ করবে না।হয়তোবা তোমার জীবনটা শেষ হয়ে যাবে...কিন্তু সমাজের সেইসব কতিপয় তথাকথিত ডিগ্রীধারী সাধু (আসলে এটা তাদের মুখোশ) দের তখন তোমার জন্য ৫ মিনিট কেন! ৫সেকেন্ড সময় দিতেও বাধবে... এদের চিনতে যত দেরী করবে তত তোমার ক্ষতি... এরা অনেকটাই সাইলেন্ট কিলার...কালে কালে বুঝতেও পারবে না তারা তোমাকে কত টা ইউজ করেছে। কিন্তু তখন বুঝবে যখন তোমার প্রয়োজন শেষ হলে তারা তোমায় ছুড়ে ফেলে দিবে...তখন দেখবে তুমি অথই সাগরে পড়ে গেছ... তোমার বাচবার কুটোটাও নাই... আর সেই সাধু(?)রা আরামসে তোমার হাবুডুবু খাওয়া দেখবে... তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস করা টা বোকামি।।সবসময় ভালোমন্দের মাঝে নিজেকে ব্যালান্স করে রাখা উচিত...অতিরিক্ত ভাল হওয়াটাও বোকামি,অতিরিক্ত খারাপ হওয়াটাও বোকামি......
Posted on: Thu, 01 Aug 2013 17:00:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015