যদি প্রেমিকাকে নিয়ে - TopicsExpress



          

যদি প্রেমিকাকে নিয়ে রেস্তয়ারায় নাস্তা করে পকেটের ৪০০ টাকার মাঝে ৩৮০ টাকা বিল দিয়ে হেটে হেটে বাসায় আসতে হয়। যদি মানিব্যাগে ৩০ টাকা সহ ভাংতি আরও ৩০ টাকা মোবাইলে রিচার্জ করে প্রেমিকার সাথে কথা বলতে হয়। যদি প্রেমিকার সাথে দেখা করতে যাওয়ার সময় বন্ধুর গত ঈদের শার্ট টা খুজে নিতে হয়। যদি ভাংগা ঘরে থেকে বলতে হয় না জান পাখি আমাদের তিন তলা একটা বিল্ডিং আছে যদি বডি স্প্রের অভাবে আফটার সেইভ লাগিয়ে প্রেমিকার সাথে দেখা করতে হয়। যদি ঘরে ডাল দিয়ে খেয়ে প্রেমিকাকে বলতে হয় এইতো জান, আজ গরুর মাংশ ভুনা, ঝাল ফ্রাই দিয়ে খেলাম। যদি কেরানির ছেলে হয়ে বলতে হয় , আমার বাবা হলেন একজন প্রথম শ্রেনীর কর্মকর্তা। তাহলে শুনুনএইগুলা প্রেম না । এইগুলা হল ভাড়ায় চালিত প্রেম। তাকেই কাছে রাখুন, যে আপনার গন্ধে বিরক্ত হবেনা যে বলবে দুর বাদ দাও রেস্তয়ারায় না গিয়ে আমরা ওইখানে বসে ভাত খাই। যে বলবে শার্ট টার রং পুড়ে গেছে থাকুক, ছিড়ে তো যায় নাই। তাকেই ভালোবাসুন, যে শত কষ্ট সহ্য করেও সর্বদা আপনার ভালবাসার পানে চেয়ে থাকে । যে আপনার পকেট কে না, আপনাকে ভালোবাসে....... Breakfast in the restaurant with the girl in the pocket of the 400 dollar bill 380 money is to come home and walk the walk. With the change, the more money in the wallet 30 by 30 mobile recharge girlfriend is talking to. To visit a girlfriend at the time to find a friend in the last Eid-shirts. If you are speaking from a broken home, not knowing the birds are in our second floor of a building After you save the absence of body spray is utilized to meet the girlfriend. Then you know you are speaking to the girl in the taste of the peas, the beef, sour meal with fries. If you are to become a clerical son, my father is a first-class officer. Do you love listening opportunities. Love the hike driven opportunities. Put to him that does not bother you that the smell will not go away Let the restaurants we eat rice sit there. The shirts will be burned at the colors, I had not torn. Love him, without having to endure the hardships of that is always eager for the truth of your love. Who is that in your pocket, you love .......
Posted on: Wed, 10 Sep 2014 09:00:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015