♪♪ যুক্তিহীন কয়েকটি - TopicsExpress



          

♪♪ যুক্তিহীন কয়েকটি কুসংস্কার♪♪ ১) ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। আর বাম হাতের তালুচুলকালে বিপদ আসবে। ২) নতুন বউকে নরম জায়গায় বসতে দিলে মেজাজ নরম থাকবে। ৩) অনুপস্হিত কাউকে নিয়ে কথা বলার সময় , হুট করে শে চলে আসলে , কেউ কেউ বলে উঠে ” তোর হায়াত আছে।” কারণ একটু আগেই তোর কথা বলছিলাম। ৪) পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না। তাহলে পরীক্ষায় ডিম (গোল্লা) পাবে। ৫)বাড়ী থেকে কোথাও জাওয়ার উদ্দেশে বেড় হলে সে সময় বাড়িরকেউ পেছন থেকে ডাকলে অমঙল হয়। ৬) রাতে নখ, চুল ইত্যাদি কাটতে নাই। ৭) বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে। ৮)জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হবে । ৯) ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে। ১০) ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেলতে বলা হয়, এবং সঙ্গে এই মন্ত্র বলতে শিখানো হয়, “ইঁদুর ভাই, ইঁদুর ভাই, তোর চিকন দাঁত টা দে,আমার মোটা দাঁত টা নে। ::: আপনাদের সর্বোচ্চ লাইক আমাদের পরবর্তী শিক্ষামূলক পোস্ট শেয়ার করতে উৎসাহ দেয় :::
Posted on: Sat, 09 Nov 2013 08:11:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015