যুদ্ধের পরে মেজর জিয়া, - TopicsExpress



          

যুদ্ধের পরে মেজর জিয়া, খালেদাকে ঘরে নিতে চায় নাই। কারন, যুদ্ধকালীন সময় মেজর জিয়া একাধিকবার খালেদাকে পাকিস্তানিদের ঘাটি থেকে নিয়ে আসতে চাইলেও খালেদা বিবি মেজর জিয়ার কথা শুনে নাই। খালেদা জিয়া ছিলেন পাকিস্তানী মেজর জানজুয়ার আতিথেয়তায়। হয়ত খালেদাও বুঝে নাই দেশটা স্বাধীন হবে। তো দেশ স্বাধীন হলে খালেদা ঘরে ফিরে আসতে চাইলেও , জিয়া তাকে বাধা দেয়। শেষমেশ একদিন ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে খালেদা জিয়া। খালেদার কান্নাকাটি দেখে মন নরম হয় বঙ্গবন্ধুর। তিনি ডেকে পাঠালেন মেজর জিয়াকে। এবং অনুরোধ করলেন খালেদাকে ঘরে ফিরিয়ে নেবার । বঙ্গবন্ধুর সম্মানে জিয়া খালেদাকে ঘরে ফিরিয়ে নিয়ে যান। আর আজ, এই অপদার্থ খালেদা জিয়া সেই বঙ্গবন্ধুর হত্যার দিনকে পালন করে ভুয়া জন্মদিন। যে না থাকলে তার সংসার পর্যন্ত টিকত না, তার প্রতি কোন সম্মানতো দুরের কথা ন্যুনতম ভদ্রতাও নেই তার। এই হলো খালেদার চরিত্র।
Posted on: Sat, 21 Sep 2013 08:46:38 +0000

Recently Viewed Topics




© 2015