রিকশাতে বসে বাসায় ফেরার - TopicsExpress



          

রিকশাতে বসে বাসায় ফেরার পথে প্রতিদিন বিম্পি দলের পার্টি অফিস দেখতে পাই । অভ্যাস হয়ে গেছে, আসা - যাওয়ার পথে ওদিক হয়ে একবার থু থু না দিলে দিনটা ভাল কাটে না । সব আল্লাহর ইচ্ছা ভেবে নিয়মিত থু থু ফেলি ওদিকে তাকিয়ে । কেউ বুঝে আবার কেউ বুঝে না । আমার দিকে এদানিং দেখি ওখানকার চামারগুলো হিংস্র হায়নার মত তাকিয়ে থাকে । কিন্তু কিছু করার নেই । কারন আমার জেলা বিম্পির সভাপতি আর আমি একদিন চা খাচ্ছিলাম । কেউ কাউকে চিনি না । উবি তার চ্যালচামুন্ডাদের জ্ঞানহীনতার পুরিয়া খাওয়াচ্ছিলেন । আমি সহ্য করতে না পেরে বলে বস্লাম,ওটা তো এখন নব্য রাজাকারের দল হয়ে গেছে । ওটা থেকে দূরে থাকুন । উনি একটু ক্ষেপে গেলেও সামলে নিয়ে আমাকে বলেছিলেন,দলের ভিতরে আসুন তারপর দেখুন শাহবাগীরা কত বড় মিথ্যা প্রচার করছে । উত্তরে বলেছিলাম,রাজাকারের দালালী বন্ধ করুক, আমাকে সামনের কাতারে পাবেন । দেশের মানুষের চাওয়া পূরনে রাজপথে নামুক, অকাতরে জীবন দিবো বিএনপির ব্যানারে । উনি আর কিছু বলেন নি । বুঝলাম ওনার ভিতরের জানোয়ারটা এখনো মরে যায় নি । সেই থেকে কেউ আর কিছু বলে না কিন্তু আমার দিকে হায়নার মত চেয়ে থাকে । হয়ত সুযোগ পেলেই লুফে নিবে একটা বাঙ্গালীর বাংলার হাওয়া-বাতাসে গড়ে ওঠা সতেজ মাংসকে ছিড়ে খাবার স্বাদটা । কিন্তু আজ একজন সঙ্গী পেলাম; একজন বৃদ্ধ রিকশাচালক । বিম্পি পার্টি অফিসে সামনে আসতেই আস্ফালন দিয়ে ঊঠে মুখে জমে থাকা সবটুকু থু থু নিঙরে ছুরে দিলেন অদের দিকে মুখ করে । বিরবির করে বলতে লাগলেন,কুত্তার বাচ্চারা আল্লাহ তোদের ভাল করবে না । তোরা অমানুষ । অপয়া । জানতে চাইলাম, কেন বাবা ? কি করেছে ওরা ? উত্তরে বললেন,ওইগুলা জাতীয়তাবাদী রাজাকার দলের পার্টি অফিস আর ওইগলা এইযুগের রাজাকার । দ্যাশের জন্যে যুদ্ধে যাইয়া আমার তিন ভাই মরে গ্যাছে, শুধু আমি বাচে আছি । আমি তো দেখছি, আমি তো জানি । যে শেখ সাহেবের জন্যে অদের নেত্রীরে জিয়া নিচিলো, সেই শেখ সাহেবরে ওরা গালি দেয় আর যারা দ্যাশে মানুষ মারচে, মা-বোনের ইজ্জত নিচে ওদের বাচাতে হরতাল দিয়া মানুষের জীবন নিচ্ছে, আমাদের প্যাটের ভাত কেড়ে নিচ্ছে । - হরহর করে বলে গেলেন সব কথা । বুঝতে বাকি রইলো না উনি একজন আমাদের মুক্তিযোদ্ধা । আমার ভাড়া ১৫টাকা ঠিক হলেও ৫০টাকা দিলাম কিন্তু নিলেন না অনেক জোড় করার পরেও বরং আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করলেন অনেক । এই হলাম আমরা, এই হল আমাদের দেশপ্রেমীক মুক্তিযোদ্ধা । কাদের সিদিকীর মুখে নিজের অজান্তেই একটা টেনে থাপ্পর মারতে স্বাদ জাগলো কিন্তু সুযোগ নেই । আসুন আমরা এই বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে কমেন্টে লেখি......জয় বাংলা, জয় মুক্তিযোদ্ধা । জয় বাংলা, জয় মুক্তিযোদ্ধা, জয় বিরঙ্গনা, জয় জনতা, জয় হোক এযুগের মুক্তিযোদ্ধাদের ।
Posted on: Fri, 08 Nov 2013 21:05:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015