রাগীব হাসান, আমার অনুজ - TopicsExpress



          

রাগীব হাসান, আমার অনুজ প্রতিম, অনেক কষ্ট করে এই লেখাটি লিখেছে যা বিদেশের মেডিক্যাল গ্রাজুয়েট দের আমেরিকায় ডাক্তারি করার যে কঠিন পদ্ধতি আছে সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে। রাগিব এবং আমি দুজনেই Higher Study Abroad এর উপদেষ্টা হিসাবে কাজ করি। সেখানে মেডিক্যাল ফোরাম আছে। আমি ব্যক্তিগতভাবে অনেক কে লিখেছি পদ্ধতিগুলো কিন্তু এখানে সব গোছানো আকারে আছে। আমি সঙ্গে কতগুলো কথা যোগ করতে চাই। বাংলাদেশের অধিকাংশ মেডিক্যাল স্টুডেন্ট দের পক্ষে ইউ এস এম এল ই পাশ করা বা ভাল স্কোর করা খুব কঠিন বলে আমি মনে করি না। আমি নিজে স্টেপ টু দিয়েছিলাম শিক্ষকতা করতে করতে মাত্র চার মাস পড়ে (এবং আমি বাংলাদেশে ফাঁকিবাজ ছাত্র ছিলাম লেখালেখির কারণে)। আমার স্ত্রী, ডাঃ সেলিনা রাহমান, যিনি তৃষ্ণা মাহমুদ নামে বেশি পরিচিত, প্রায় ১৫ বছর পরে ইউ এস এম এল ই দিয়ে ইন্টারনাল মেডিসিন এ রেসিড্যান্সি শেষ করার পথে। পাঁচ বছর না, এখন দুই বছরের বেশি গ্রাজুয়েশন হলেই কেউ রেসিড্যান্সিতে নিতে চায় না। তারপরও পাশ করার পরে সঙ্গে সঙ্গে রেসিডেন্সি তে ঢুকতে পেরেছিল তিনটি কারণে, এক, ওর পি এইচ ডি এবং রিসার্চ ব্যাকগ্রাউন্ড; দুই, একই প্রোগ্রামে ক্লিনিক্যাল ট্রেইনিং এবং তিন, আমার ফ্যাকাল্টি পজিশনের জন্যে প্রায়োরিটি থাকা। সুতরাং, কেউ আমেরিকায় ডাক্তারি করতে চাইলে সবার আগে সময় নষ্ট না করে স্টেপস গুলো দিয়ে ফেলা জরুরী (স্টেপ ৩ সহ), অন্যদিকে ইন্টারশীপ বাংলাদেশে করার কোন প্রয়োজন নেই (এক বছর বাঁচাতে পারো), সেইসঙ্গে আমেরিকার হাসপাতালে এক্সটার্নশীপ (অব্জারভারশীপ না) জোগাড় করা এনং রিসার্চ ব্রাকগ্রাউন্ড তৈরি করা জরুরী। আমি জানি এগুলো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কিন্তু কি আর করা? বিদেশি ডাক্তারদের জন্যে আমেরিকার দুয়ার প্রায় বন্ধ হবার পথে। আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে কিন্তু তারপরও যাদের এখানে ইমিগ্রেশন বা অন্য কারণে আসার ইচ্ছা, নিজেকে ইংরেজি ভাষা, স্মার্টনেস, সোশ্যাল স্কিল এগুলো দিয়ে প্রস্তুতি নিতে অনুরোধ করবো, সেই সঙ্গে ভাল স্কোর। গুড লাক!
Posted on: Wed, 06 Aug 2014 13:11:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015