রাজাকার ত্রিদিব রায় - TopicsExpress



          

রাজাকার ত্রিদিব রায় সারাটা জীবন পাকিস্তানের জন্য নিজেকে উৎসর্গ করেছিলো। বেঈমানী করেছিলো বাংলাদেশের সাথে। ভেবেছিলো পাকিস্তান-ই তার সব। হ্যাঁ, সে ফেরেওনি আর বাংলাদেশে কিন্তু তার সন্তান সন্ততি এইদেশে বেশ খুঁটি গেড়েই আছে। শুধু তাই নয় এই রাজাকারের এক ছেলে ব্যারিস্টার দেবাশীষ গত তত্ত্বাবধায়ক আমলের উপদেষ্টাও ছিলো। সে যাই হোক, সারাটা জীবন দালালি শেষে যখন তার শেষ খায়েশ হিসেবে সে বাংলাদেশে তার মৃত দেহ সৎকার করতে চাইলো তখন অনলাইন, ব্লগ থেকেই প্রথম প্রতিবাদ উঠে। জনতার তীব্র রোষে ত্রিদিবের লাশ আর বাংলাদেশে আসেনি শেষ পর্যন্ত। এরকম একটা সময়ে ত্রিদিবকে নিয়ে পাকিস্তানী পত্রিকা দি এক্সপ্রেস ট্রিবিউন একটি লেখা প্রকাশ করে ২০১২ সালের সেপ্টেম্বরের ১৮ তারিখে। সে লেখার মন্তব্য সেকশানে সালিম রাজা নামের এক পাকিস্তানী নাগরিকের এক অদ্ভুত মন্তব্য নজরে আসে। মন্তব্যটি শেয়ার না করে পারা গেলো না- I am a Pakistani and feel proud to be one of the citizen of the great country on the earth. But, the way this newspaper is trying to glorify Tridib Roy is not only surprising but simply objectionable. Raja Tridib was the real “Traitor” who betrayed Bangladesh during 1971. And remember, a person, who is able to betray his country, he is also able to betray any one. Thanks to Allah that he is dead. He might be hero for us or we can thank him the way he betrayed our enemy but do not feel too much for him. When a son betray his mother and take a shelter under his mother’s enemy, then remember, “He was never for his mother nor for his enemy”. He is a real loser. এরপর আর কিছু বলার থাকে না... -নিঝুম মঝুমদার।
Posted on: Fri, 22 Nov 2013 08:46:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015