রাজাকারের হাসপাতালে - TopicsExpress



          

রাজাকারের হাসপাতালে আসছি রক্ত দিতে। রোগী লিভার সিরোসিস-লাস্ট স্টেজ, আইসিইউতে আছে। ব্লাড স্যাম্পল দিয়ে ক্রসম্যাচিং করতে দিয়ে ওয়েট করছি। রোগীর বোন আইসিইউতে ডেকে নিয়ে গেলেন তার ভাইয়ের অবস্থা আমাকে দেখানোর জন্য। দর্শনার্থীদের জন্য আলাদা রুম আছে। সে রুমের জানালা দিয়ে পুরো আইসিইউ দেখা যায়। প্রতিটি বেডের সামনে হাসপাতালের স্ক্যাবস ও হিজাব পরা নার্স। জানালার ওপাশে একটা টেবিলের সামনে দুজন লোক বসা। একজনের সামনে একটা পিসি, আরেকজনের সামনে একটা ল্যাপটপ (ফেবু অন করা),একটা ট্যাব, একটা স্যামস্যাং গ্যালাক্সি এস২ আর একটা নকিয়া। রোগী দেখবো কি আমি টেবিলের গ্যাজেট দেখেই কুল পাই না! অনেক চেষ্টা করলাম ফেবুতে নামটা পড়ার জন্য বাট বিধি বাম!! ঠিক করলাম যাওয়ার আগে হাসপাতালের চকচকে কুটি ট্যাকার টাইলসের মেঝেতে থু ফেলায়া যাবো। অনুভূতি- শালা হারামি #রাজাকারের চ্যালাগো টুট টুট টুট
Posted on: Mon, 12 Aug 2013 12:42:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015