রেজাল্ট ভালো হওয়ার - TopicsExpress



          

রেজাল্ট ভালো হওয়ার পেছনের যুক্তিগুলো আমরা কমবেশি জানি। ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকরা আগ বাড়িয়েই তা বলেন। মিডিয়া সেগুলো প্রচার করে। কিন্তু যারা ফেল করলো তাদের নিয়ে কোন কথাবার্তা শুনিনা। ফেল করা ছাত্র-ছাত্রীদের নিয়ে কেউ কথা বলে না, তাদেরকে কেউ ডাকে না, তাদের অভিভাবকদেরও কেউ ডাকে না। কেন তারা ফেল করলো বা খারাপ রেজাল্ট করলো- সেটা তাদের মুখ থেকে শুনতে পারলে ভালো হতো। কোন মিডিয়া হাউজ বা গবেষণা প্রতিষ্ঠানকি এ ধরণের একটা আয়োজন করতে পারে না?
Posted on: Sun, 04 Aug 2013 08:24:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015