রাজনীতি নিয়ে আমি কখনো - TopicsExpress



          

রাজনীতি নিয়ে আমি কখনো কিছু বলতে চাইনা। ক্ষমতার রাজনীতি হোক আর ইসলামি রাজনীতি হোক। তবু একটু সাহস করে কিছু লিথার চেষ্টা করছি... কারন আমার গ্রুপটাতে এই টপিক টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে... এত্তগুলো ইসলামিক দলের মাঝে মাত্র একটা দল হবে নবীর আদর্শ অনুযায়ী, আপনি যে দলেরই হোন না কেন আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে আপনি যে দল করেন সেটা নবীর তরিকা অনুযায়ী পরিচালিত? নিজের দোষ কখনো নিজেদের চোখে পড়েনা তা অন্যের চোখে ধরা পড়ে.. তবে কেন ভাবেন যে নিজেরা সঠিক আর অন্যেরা ভুল? দেশে নির্বিচারে মুসলিম/আলেম দের হত্যা করা হয় তখন কোথায় থাকে আপনার দলের নীতিবোধ? আপনাদের দলের তরিকা যেহেতু সঠিক তো কেন আপনারা চুপ করে বসে থাকেন যখন রাষ্ট্রীয় কাজে বিসমিল্লাহির রাহমানির রাহিম তুলে দেওয়া হয়? তাহলে কি অন্যের ভুল ধরার জন্যই আপনাদের এত তত্‍পরতা? কোথায় থাকেন যখন মুসলিমদের উপর নির্বিচারে গুলি করা হয়? বেডরুমে ঢুকে গরুর মত জবাই করা হয়? আপনি এবং আপনার নেতা তখন চুপ.. কেন? হতে পারে তাদের মতাদর্শ ভিন্ন কিন্তু এটা ছাড়াও তো তাদের আরেকটা পরিচয় আছে.. এরা আমাদের মতই মুসলিম.. তবে এটাই কি ছিল নবীজির রাজনীতি মতাদর্শ?? কোন দল সম্পর্কে নিন্দা করা বা ভুল ধরার আগে সেই পরিমান Knowledge আপনাকে অর্জন করতে হবে.. অন্যের কাছে শুনে নয়, নিজের Knowledge দিয়ে যাচাই করুন... আমি আমার ক্ষেত্রে যা বিশ্বাস করি, কোন দলের ভুল ধরা,তাদের তরিকা যাচাই-বাছাই করার Knowledge আমার নেই.. আমি কওমীর ছাত্রী নই, মাদ্রাসার ছাত্রী নই, কোরআনে হাফেজাও নই, আল্লাহ প্রদত্ত অসীম Knowledge এরও অধিকারী নই... চোখ কান খোলা রেখেও বুঝা সম্ভবনা কারন খারাপ কাজ গুলো কেউ কারো সামনে করেনা..... আমার পক্ষে কি করে সম্ভব ৭৬টা দল থেকে নবীর তরিকা অনুযায়ী ১টা দল খুঁজে বের করা? ভুল তরিকায় সংঘবদ্ধ হয়ে ঈমান নষ্ট করার চেয়ে না হওয়া টাই কি ভাল নয়? আপনারা সবাই জানেন আমি কোন দল করিনা... তাই কথা গুলো কেউ ব্যক্তিগত ভাবে নিবেন না।
Posted on: Sat, 30 Aug 2014 10:33:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015