রাজশাহী ইউনিভার্সিটি - TopicsExpress



          

রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (RUCC) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে ক্যারিয়ার ফেয়ার। City Bank - RUCC Job Fair 2014 https://facebook/events/1562571770625722/ Grameenphone, ACCA Bangladesh, United Leasing Company Ltd, PRAN-RFL Group , Nestlé সহ দেশসেরা কিছু করপোরেট হাউসও অংশ নেবে এই ফেয়ারে। তৈরি হবে বর্তমান ও আগামীর নেতৃত্বের এক মেল বন্ধনের। সৃষ্টি হবে ইতিহাসের! ক্যারিয়ার সচেতনতা বাড়াতে আমাদের রয়েছে ১৫ টিরও বেশি সেমিনার!!! আসুন, অংশগ্রহণ করুন, সাক্ষী হন ইতিহাসের। তাহলে আর দেরি কেন সিভির ফাইল নিয়ে তৈরি হয়ে যান এক্ষুনি। বলা তো যায়না হয়ত On Campus Recruitment নামের স্বাপ্নিক প্রত্যাশা সত্যি হয়ে যেতেই পারে :)
Posted on: Fri, 28 Nov 2014 18:06:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015