রাত ২টা। অনুপম হেঁটে - TopicsExpress



          

রাত ২টা। অনুপম হেঁটে যাচ্ছে।আগে এত রাতে হাঁটতো না।কিন্তু এখন হাঁটে।অদ্ভুত একটা কারন আছে এর পিছনে।ওর ধারনা,ওর সাথে সাথে অন্য কেউ হাঁটে।হয়ত কোন অশরীরী, নয়ত কোন পরী।হবে কিছু একটা।প্রথমে এই অদ্ভুত অস্তিত্ব টের পাওয়াটা খুব ভয়ংকর ছিল।পুরা গা হাত ঠান্ডা হয়ে গিয়েছিল অনুপমের।তার মধ্যে ঘামছিল দরদর করে। কিন্তু এখন বিষয়টা ভালো লাগে।ভয় লাগে না।ইচ্ছা করেই রাতে ঘুরে।মনে হয় অদৃশ্য কেউ তাকে পাহাড়া দিচ্ছে।তাকে সঙ্গ দিয়ে যাচ্ছে। এই যেমন কদিন আগে এমনই রাতে হঠাৎ ছুরি হাতে এক লোক ওর সামনে আসে।সব কিছু না দিলে জানে মারবে বলে হুমকি দেয়।জানের ভয়ে যেই না অনুপম সব দিতে যাবে ওমনি দেখে অনুপমের দিকে তাকিয়ে লোকটা থরথর করে কাঁপছে।অনুপমের কাছ থেকে কিছু নেওয়াতো দূরে থাক ছুরি ফেলে পড়ি-মড়ি করে দৌড়। তাই এখন আরো ভাল লাগে অজানা, অচেনা,অদেখা সঙ্গীকে। কিন্তু আজ কি যেন হয়েছে।রাত ২ টা সময়ই বের হয়েছে।অনেক্ষন ধরে হাঁটছে কিন্তু ঘড়িতে চেয়ে দেখে ২টাই বেজে আছে।আর সবসময়ের চেনা রাস্তাটা অচেনা লাগছে।পা জমে যাচ্ছে।চোখ ঘোলা হয়ে আসছে।একটা গাঢ় অন্ধকারে সে ঢুকে যাচ্ছে।কোথাও যেন তলিয়ে যাচ্ছে।কে যেন তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে।অনেক দূরে....দূরে কোথাও... পরদিন থেকে কেউ আর অনুপমকে দেখেনি।খুঁজে পায় নি কখনো। আর হ্যাঁ অনুপমের ঘড়িটা পাওয়া গেছিল।ওটাতে তখনও ২ টা বাজে। 2 am. রাত ২ টা..... এমন অনেক অনুপম আছে যাদের খুঁজে পাওয়া যায়নি কখনো। এমন অনেক কিছুই আছে যারা আমাদের দেখছে।কিন্তু আমরা দেখছি না।আমাদের আশে পাশেই আছে। belive it or not.there is something which is beyond our eyes.beyond the description of science. be careful..... be very careful..... who knows, i or you can be selected like ANUPAM.. .. .. ..
Posted on: Sat, 15 Nov 2014 17:55:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015