রাত ৯.৩০। বাসাবো মাঠে - TopicsExpress



          

রাত ৯.৩০। বাসাবো মাঠে বাইকে করে একটা ছেলে ঢুকল। ঠিক তার পিছনে একটা পুলিশ পিক-আপ ফলো করতে করতে হটাত লস আঞ্জেলস পুলিশ বাহিনীর মত বিকট শব্দে ব্রেক কষে বাইকটার পথ রোধ করলো। সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছে, কেউ কেউ আবার গোলাগুলি হবে ভেবে দ্রুত চলে যেতে গেল । এর পরের দৃশ্য এরকম . ... পিক-আপ থেকে কয়েক জন পুলিশ ছেলেটাকে নানা রকম প্রশ্ন করছে , কেউ তার সারা শরীর তল্লাশি করছে , আবার কেউ বাইকে কিছু আছে কি না তা খুঁজছে। পুলিশ ১ : এত রাতে এখানে কি করেন ? ছেলে : এত রাত কোথায়? সবে তো ৯.৩০ । পুলিশ ১: বেশি কথা বলেন ক্যান ? যা বলসি তার উত্তর দেন । ছেলে: সরি । এখানে এক বন্ধুর সাথে দেখা করার জন্য এসেছি। পুলিশ ১:বাসা কই? ছেলে : বাসাবোতেই । পুলিশ ১: কলনিতে গিয়েছিলেন কেন ? ছেলে : কই আমি তো যাই নি । আমি তো সোজা মাঠে আসলাম । পুলিশ ১ : কি করা হয় ? ছেলে : জি , আমি স্টুডেন্ট । ইতি মধ্যে তল্লাশি কাজ শেষ । পা থেকে মাথা পর্যন্ত এমন কোনও জায়গা নাই যা বাদ ছিল। অতঃপর ............ পুলিশ ২: স্যার , কিছু তো পেলাম না । পুলিশ ১: কি !! কিছু নাই ?? বাইক চেক কর । পুলিশ ১ : বাইক কার ? ছেলে : জি , আমার। পুলিশ ১: কাগজপাতি আছে? ছেলে : জি আছে । এই যে দেখুন । পুলিশ ১ : আপনার বাইকের রেজিস্ট্রেশন নম্বর বলেন তো ? ( কাগজে চোখ রেখে) ছেলে : আমার বাইক আর আমি রেজিস্ট্রেশন নম্বর বলতে পারব না? পুলিশ ১: এত কথা বলেন কেন ? হুম ? ( চোখে রাগের লক্ষণ ) ছেলে : ৪১-৩৪৩৫ পুলিশ ১ : কি রে কিছু পাওয়া গেল ?? পুলিশ ২: না স্যার । পুলিশ ১: এইখানে এত রাতে ঘোড়া ফেরা করবেন না । বিপদে পড়বেন। তাড়াতাড়ি বাসায় যান । ( মুখটা বিমর্ষ ) এরপর দ্রুত বেগে পুলিশ পিক-আপের প্রস্থান। অতঃপর আম জনতার হাজারও প্রশ্ন ... ১. কি ভাই , পুলিশ আপনাকে আটকাল কেন ? ২. আপনি কে ? কি করেন ? আপনি কি সন্ত্রাসী নাকি ? ( ফাজলামির সুরে ) ৩. টাকা পয়সা কিছু নিছে ? ৪. মামা পুলিশ আপনেরে কিছু করলো না ক্যান ? আপনে কি রাজনীতি করেন ? ৫. নেশা-টেশা করছেন কিছু? ৬. মামা , এইখানে থাইকেন না । পুলিশ আবার রেট দিব ... যান গা ... ...................... .................... ................ .................... অতঃপর ছেলেটির দ্রুত প্রস্থান । (ছেলেটি আমি নিজেই। আজকে সত্যিই ডরায় গেছিলাম ...আর একটু থাকলে পাবলিক আমার ইজ্জতের ফালু দ্যা বানায় দিত Courtesy: Shuvro Aleac
Posted on: Wed, 26 Jun 2013 15:00:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015