রান কমান্ডের সাহায্যে - TopicsExpress



          

রান কমান্ডের সাহায্যে চালানো প্রোগ্রামের হিস্টরি মুছে ফেলুন. আমরা Run Command এর সাহায্যে প্রতিনিয়ত যেসব Programs গুলো চালাই সেগুলোর প্রত্যেকটি ক্রমশ History তে জমা হয়। Run Menu র এই History থেকে আপনি যদি কোন নাম মুছতে চান তাহলে নিচের পদ্ধতি অবলম্বন করুন - প্রথমে Start Menu তে Click করে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। Registry Editor Open হবে। এরপর HKEY_CURRENT_USER > Software > Microsoft > Windows > Current Version > Explorer > Run MRU তে যান। এবার ডানপাশের প্যানেল থেকে যে নামগুলো মুছে দিতে চান তা সিলেক্ট করুন এবং Right Click করে Delete করে দিন। run-command.jpg ব্যস এবার Registry Editor close করে PC Restart দিন। অথবা, টাস্কবারের উপর রাইট মাউস ক্লিক করে Properties সিলেক্ট করুন, তারপর Start Menu ট্যাবে গিয়ে Customize-এ ক্লিক করুন, Customize Start Menu Dialog Box ওপেন হবে। এবার Advanced ট্যাবে গিয়ে Recent Documents-এর আন্ডারে Clear List-এ ক্লিক করুন এবং Ok > Apply > Ok করে বেরিয়ে আসুন। এবার দেখুন আগে Run Command এর সাহায্যে যেসব Programs গুলো চালিয়েছিলেন সেগুলি আর রান মেনুতে দেখা যাচ্ছে না।
Posted on: Thu, 18 Jul 2013 08:40:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015