রাসূল সঃ বলেন, “আমার - TopicsExpress



          

রাসূল সঃ বলেন, “আমার ঊম্মতের ৭৩ দলের মধ্য হতে শুধু এক দল জান্নাতে যাবে, আর তারা হোল; যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে “ পৃথিবীতে আল জামাহ এর ঐ সদস্যরা সেই ৭৩ দলের মধ্য হতে এক দল বলে মনে করেন। বাকী যারা তারা সবাই ফেতনার মধ্যে জীবন যাপন করছেন। ইসলামে যে সংগঠন আছে, অন্যায়ের প্রতিবাদের যে শিক্ষা আছে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যে নিদের্শ রয়েছে, তা তারা স্বীকার করেন না। আমি আল জামাহ এর এক সদস্য ( Shaikh Muzammel Al-hoque ) কে আল কোর-আনের নিম্নবর্নিত আয়াত গুলোতে সংগঠনের কোন দিক নির্দেশনা আছে কিনা জানতে চেয়েছিলাম । আয়াত গুলোর অর্থ কি বোঝায় ? ক) “আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। (ইমরান- 103) (And hold fast, all of you together, to the Rope of Allâh (i.e. this Qur’ân), and be not divided among yourselves,) খ) “আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে সরল পথের।”ইমরান- 101) (And whoever holds firmly to Allâh, (i.e. follows Islâm Allâh’s Religion, and obeys all that Allâh has ordered, practically), then he is indeed guided to a Right Path). গ) “আল্লাহ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসাগালানো প্রাচীর।”(আস-ছফ-4) (Verily, Allâh loves those who fight in His Cause in rows (ranks) as if they were a solid structure .) ঘ) “ আর তাদের মত হয়ো না, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শন সমূহ আসার পরও বিরোধিতা করতে শুরু করেছে-তাদের জন্যে রয়েছে ভয়ঙ্কর আযাব “ (ইমরান- 105) (And be not as those who divided and differed among themselves after the clear proofs had come to them. It is they for whom there is an awful torment.) ঙ) “তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যেই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে ।”(ইমরান- 110) (You [true believers in Islâmic Monotheism, and real followers of Prophet Muhammad SAW and his Sunnah (legal ways, etc.)] are the best of peoples ever raised up for mankind; you enjoin Al-Ma’rûf (i.e. Islâmic Monotheism and all that Islâm has ordained) and forbid Al-Munkar (polytheism, disbelief and all that Islâm has forbidden), চ) “অবশ্য যারা তওবা করে নিয়েছে, নিজেদের অবস্থার সংস্কার করেছে এবং আল্লাহর পথকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে আল্লাহর ফরমাবরদার হয়েছে, তারা থাকবে মুসলমানদেরই সাথে। বস্তুতঃ আল্লাহ শীঘ্রই ঈমানদারগণকে মহাপূণ্য দান করবেন।) (সুরা আন-নিসা-146) (Except those who repent (from hypocrisy), do righteous good deeds, hold fast to Allâh, and purify their religion for Allâh (by worshipping none but Allâh, and do good for Allâh’s sake only, not to show-off), then they will be with the believers. And Allâh will grant to the believers a great reward.) ছ) “অতএব, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং তাতে দৃঢ়তা অবলম্বন করেছে তিনি তাদেরকে স্বীয় রহমত ও অনুগ্রহের আওতায় স্থান দেবেন এবং নিজের দিকে আসার মত সরল পথে তুলে দেবেন।”(সুরা আন-নিসা-175) (So, as for those who believed in Allâh and held fast to Him, He will admit them to His Mercy and Grace (i.e. Paradise), and guide them to Himself by a Straight Path.) জ) “আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা; অতএব আমাকে ভয় করুন “ (সূরা মুমিনুন-52) (And verily! This your religion (of Islâmic Monotheism) is one religion, and I am your Lord, so keep your duty to Me.) ঝ) “সুতরাং তোমরা নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ কর। তিনিই তোমাদের মালিক। অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী।” (সূরা হজ্জ-78) (So perform As¬Salât (Iqamat-as-Salât), give Zakât and hold fast to Allâh [i.e. have confidence in Allâh, and depend upon Him in all your affairs] He is your Maula (Patron, Lord, etc.), what an Excellent Maula (Patron, Lord, etc.) and what an Excellent Helper). ঞ) “তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত কর এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। ”(আস-শুরা-13) (you should establish religion (i.e. to do what it orders you to do practically), and make no divisions in it (religion) (i.e. various sects in religion). ট) “হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। ”(সূরা নিসা-59) (O you who believe! Obey Allâh and obey the Messenger (Muhammad SAW), and those of you (Muslims) who are in authority. ) Collected.
Posted on: Sat, 13 Jul 2013 07:44:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015