রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন: - TopicsExpress



          

রাসূলুল্লাহ(সাঃ) বলেছেন: "যে ব্যক্তি - যে সম্প্রদায়ের বা জাতির অনুসরণ করে, সে ব্যক্তি সেই জাতির অন্তর্ভূক্ত এবং তার হাশর-নশর (বিচার) তাদের সাথেই হবে। সে আমাদের দলভূক্ত নয়।" *** সুনান আবূ দাউদঃ ৪০৩১, তিরমিজীঃ ২৬৯৫, মুসনাদে আহমদ, মিশকাত। যারা এই দুনিয়ায় যাদেরকে নেতা মেনে ছে তাদের সাথে হাসর হবে মনে রেখ , তুমি মুজিব সেনা বা জিয়ার সেনা হলে মুজিব বা জিয়ার সাথে তোমার হাসর হবে, এখন ও সময় আছে, মরার আগে মুসলিম হয়ে রাসুলুল্লাহ সাঃ এর দল ভুক্ত হও, না হলে জাহান্নাম ই স্থায়ী ঠিকানা হবে,
Posted on: Sun, 07 Jul 2013 02:39:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015