রেস্টুরেন্টে বইসা কফি - TopicsExpress



          

রেস্টুরেন্টে বইসা কফি খাইতেছি, আজ আমার গার্লফ্রেন্ডের সাথে প্রথম দেখা করার কথা এইখানে। তাই তার জন্যই অপেক্ষা করতেছি , হঠাৎ শুনলাম ওইপাশের চেয়ারে অনেক হইচই। একটু তাকালাম, দেখলাম চার- পাচটা মেয়ে বসে কথা বলছে। তারা অনেক খাবার অর্ডার দিয়েছে আর সবাই অনেক মজা করেই খাচ্ছে। তাদেরখাওয়ার ধরন দেখে মনে হয় কেউ তাদের নামে রেস্টুরেন্টটা লিখে দিয়ে গেছে, তারা একটার পর একটা খাচ্ছে আর অর্ডার দিচ্ছে। সবার দিকে একটু ভাল ভাবেই তাকালাম, তারা আমার পাসের টেবিলেই বসে আছে তাই তাদের সব কথা আমি মোটামুটি পরিষ্কার শুনতে পাচ্ছি। সাদা ড্রেস পরা একটা মেয়ে কথা বলছে নীল ড্রেস পরা একটা মেয়ের সাথে। তাদের কথা শুনে জানতে পারলাম যে, সাদা ড্রেস পরা মেয়েটার নাম লামিয়া আর নীল ড্রেস পরা মেয়েটার নাম মৃণালি। তাদের কথাগুলো তাদের ভাষায় বলছি ~~~ - কিরে মৃণালি, এতো খাচ্ছিস বিল দিবি কিভাবে? - আরে আমার বলদটা আছে না। - হুম, তুই সিওর তো যে সানি আসবে? - আরে সিওর মানে, ২০০% সিওর। ও তো আমার জন্য একদম লাড্ডু, যা বলি তাই করে একদম আমার চাকরের মত। - ওই! তুই যে ওর এতগুলো টাকা খরচ করাবি তোর মায়া লাগেনা ওর জন্য। - মায়া? ধুর কি যে বলিস তুই। ওর জন্য আবার মায়া লাগবে কেন? - কেন তুই না ওকে ভালবাসিস??????? ওকে নাকি বিয়ে করবি???????? - ভালবাসি?????? কি যে বলিস তুই! - তাহলে?????? - আরে বুঝস না কেন? ওর সাথে তো সুধু টাইমপাস করি আর কি! ওই ছেলে হচ্ছে আমার ক্রেডিট কার্ড। খরচ করব আমি আর বিল ভরবে ওহ। আমার মোবাইল বিল, নেট বিল সবই তো ও দেয়। আস্তা বলদ একটা, যা বলি তাই বিশ্বাস করে। এই জুগে এমন বলদ ছেলেই তো দরকার। তাছারা তুই তো ভাল করেই জানিস যে আমি আগেও কত ছেলেদের সাথে এইরকম করেছি। - সত্যি তোর জবাব নেই! (হা হা হা.......) ______ কি নিষ্ঠুর সেই হাসি, কোন ভালবাসা নেই এই হাসির মধ্যে আছে সুধু স্বার্থ। তারা ভালবাসে সুধু স্বার্থের জন্যই, আর সময় ফুরালেই তাকে ছেরে দিয়ে চলে যায়। তারা ভালবাসা মানে বুঝে সুধু টাকা। তাদের মন বলে কিছু নেই আছে সুধু দেখানো আবেগ। “” কিছু নোংরা মানুষের প্রেমের সস্তা অভিনয় খুব ভালো হয় বলেই কিছু সরল মানুষ ঠকে যায়! এতক্ষণ বসে বসে মেয়েগুলোর কথা শুনছিলাম এইবার একটু চোখ ঘুরালাম ওদের দিকে, বিশেষ করে নীল ড্রেস পরা মেয়েটার দিকে। “ কি সুন্দর মুখ তার , কত মায়াবী চেহারা কিন্তু মনটা????? চেহারা দেখে বোঝার কোন উপায় নেই যে তার মনটা কতটা নোংরা। আসলে আজকে ওদের কথা না শুনলে বুঝতেই পারতাম না যে মেয়েরা এতো ভাল হয়। মেয়েরা নাকি ছেলেদের টাকা ভেঙ্গে খায় টা এতদিন সুধু শুনছিলাম, আজকে চোখেও দেখে নিলাম। আর ওই ছেলেটার জন্য অনেক খারাপ লাগতেছিল, যাকে বলদ/চাকর/ গাধা বানিয়ে আজ তারা ফুর্তি করছে। এই ছেলেটার নিঃস্বার্থ ভালবাসা আর বিশ্বাসের কোন দাম নেই তাদের কাছে। তাদের কথা শুনে আর কথা ভাবতে ভাবতে কখন যে কফি শেষ হয়ে গেছে তা খেয়ালই করি নাই। বিল দিতে গিয়ে বল্লামঃ - কত হইছে?????? - জি স্যার, ৮০ টাকা। - এই নেও বাকিটা তোমার টিপস! আচ্ছা পাশের টেবিলের মেয়েগুলোর বিল কত হইছে জানতে পারি? - জি স্যার, ওনাদের বিল আসছে ৭০০০ টাকা প্রায়। - ওকে থ্যাংক ইউ। পিছনে ফিরে একবার মেয়েগুলোর দিকে তাকালাম, এখনও তারা হাসছে আর হয়তো সেই নিষ্ঠুর আলাপ-আলোচনাই করছে। ভাবছিলাম মেয়েগুলোর বিল দিয়ে দিব কিনা! না দিব না! রেস্টুরেন্ট থেকে বের হইতেই দেখি নীল ড্রেস পরা মেয়েটা জানি কাকে ফোন দিতেছে, হঠাৎ আমার ফোনে একটা কল আসল, , , , , , - হ্যাঁ বলো। - কি ব্যাপার কোথায় তুমি, আমি আর আমার ফ্রেন্ডরা কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। - হ্যাঁ এইতো আমিও প্রায় এসে পরেছি। - ওকে তারাতারি আসো। - বাই। ( তারপর মোবাইলটা বন্ধ করে দিলাম ) কি ভাবছেন আপনারা????????? চলুন একটু পিছনে যাওয়া যাক। আজ আমার গার্লফ্রেন্ডের সাথে প্রথম দেখা করার কথা কে সেই মেয়ে জানতে চাইলেন না ????????? ****** ৮ মাসের রিলেশনে কখনও দেখা হয়নি আমাদের। আমরা কেউই কাউকে চিনিনা, সুধু মোবাইলেই কথা হইছে। ওর নাম মৃণালি ” মাত্র কলেজে উঠেছে। ৮ মাস আগে এক অপরিচিত নম্বর থেকেই ওর সাথে পরিচয়। তারপর বন্ধুত্ত, ভালোলাগা, ভালবাসা। অনেকবার দেখা করার কথা ছিল কিন্তু ওর সমস্যার জন্য আর দেখা করা হয়নি। তবে আজ আমাদের দেখা হতে যাচ্ছে। ও পরবে নীল সেলোয়ার আর আমি পরব নীল সার্ট আর আমার হাতে থাকবে লাল গোলাপ। ওহ হ্যাঁ আমার নাম তো বলাই হয়নি, আমি “সানি...।। অবাক হবেন না। আমিই সেই সানি, সেই বলদ, সেই গাধা, সেই চাকর। রাস্তা দিয়ে হাঁটছি কিন্তু সবকিছুই অচেনা মনে হচ্ছে, চোখের কোনায় পানি চলে এসেছে। আজ ৮ মাস ধরে তার সাথে কথা বলছি, কখনও বুঝতেই পারি নাই যে তার ভালবাসায় এতো ছলনা ছিল। এতো সুন্দর করে কথা বলত কিন্তু সবই ছিল তার অভিনয়। বুকের ভিতরে কষ্টটা গাড়ো হয়ে উঠছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মৃণালি আমাকে ভালবাসেনা। আমার নীল সার্টটা যদি পুরে না যেতো তাহলে হয়তো বুঝতেই পারতামনা কখনও যে মৃণালি আমাকে না আমার টাকাকে ভালবাসে। ****** ভাবছিলাম ওর বিলটা দিয়ে আসবো কিন্তু দিলাম না। ওর উপর প্রতিশোধ নেয়ার জন্য না, শুধু ওকে এইটা বোঝানোর জন্য যে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলে কতটা খারাপ লাগে। যাকে এতদিন বোকা বানিয়ে এসেছে তার জন্য আজ তাকে কিভাবে বোকা হতে হয়, যাকে এতটা বোকা ভেবেছে সে তাকে আজ কতটা নিষ্ঠুর ভাবে বোকা বানিয়েছে। (( কাহিনীটা পুরোপুরি কাল্পনিক, কারো জীবনের সাথে যদিও এর কোন মিল নাই তবে অনেকের জিবনে এইরকম কাহিনী কঠিন ভাবে মিলে যায়। এইখানে কোন মেয়ে নিজেকে মৃণালি ভেবে অপমানিত হলে তার জন্য লেখক দায়ি নয় ))
Posted on: Sat, 13 Sep 2014 19:06:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015