রবির পরিচালক এবং তাদের - TopicsExpress



          

রবির পরিচালক এবং তাদের এক কর্মকর্তার কাল্পনিক কথোপকথন পরিচালক-দিন দিন তো দেখতাছি রবি নেট ইউজার কমতাছে,,কয়েকদিন পর আবার ৩জি লাঞ্চ করতাছি।সেটা তো দেখতাছি আমরা আমরাই চালামু..পাবলিক রবি নেট চালায় না ক্যা -_- কর্মকর্তা-স্যার ছোট মুখে মিডিয়াম একটা কথা কইতে চাই। পরিচালক- কি কইবেন কইয়া লান কর্মকর্তা-স্যার আমি নিজেই রবি নেট চালাই না।ফোনে এয়ারটেল আর পিসিতে জিপি চালাই.. মাঝে মাঝে বাংলালিংক পরিচালক- ক্যা?? কর্মকর্তা- স্যার রবিতে নেট বুদ্ধিমান রা চালায় না।যেখানে অন্যন্য সীমে ফ্রী নেট চালানো যায়,ফ্রী ফেসবুক অফিশিয়াল ভাবে দিয়া দিছে..সেখানে রবি চালাইয়া পাবলিক এর কি লাভ? পরিচালক- তা কি করলে পাবলিক রবি সীম ওপেন করবো? কর্মকর্তা- স্যার ইন্টারনেট পুরা ফ্রী কইরা দেন..১ দিনেই কয়েকলক্ষ ইউজার পাইবেন..তারপর ফেসবুক ফ্রী দিয়া তাদের আটকাইয়া ফেলবেন রবিতে ;) আগে পুকুরে পোনা গুলারে ঢুকান পরে বেড়া দিয়া নিজের বানাইয়া ফেলমু :) পরিচালক- তাইলে যান ..রবিতে নেট ফ্রী কইরা দেন কর্মকর্তা- ওকে স্যার ;) হেহেহে রবি সীম ঢুকান আর আনলিমিটেড ফ্রী নেট চালান যেকোন ব্রাউজার দিয়া।পুরা অফিশিয়াল ফ্রী..ইনশাআল্লাহ খুব শীঘ্রই রবি ফ্রী ফেসবুক with r.i.p Trick দিবে :D
Posted on: Thu, 31 Oct 2013 15:07:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015