রয়েল ইঞ্জিনিয়ারিং - TopicsExpress



          

রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী (REA)-রাজশাহী শাখায় আগামী অক্টোবর থেকে শুরু হতে যাওয়া স্পেশাল ব্যাচে নুন্যতম সিজিপিএ ৩.৫০ পাওয়া হতদরিদ্র, দরিদ্র এবং অতিদরিদ্র শিক্ষার্থীর ৫০ % ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ নিতে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ভর্তি সম্পন্ন করুন ৩ অক্টোবর ২০১৪ তারিখের মধ্যে ! বাংলাদেশের যেকোনো স্থান থেকে ৩ টি ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেনঃ প্রথম ধাপঃ নির্দিষ্ট একাউন্টে সেমিস্টার ফি এবং ভর্তি ফি ডিপোজিট করুন । ব্র্যাক ব্যাংক একাউন্ট নং - 55 01 20 19 38 71 20 01 একাউন্টের নাম - TALHA ZOBAED দ্বিতীয় ধাপঃ সর্বমোট ৫ টি ডকুমেন্ট এবং ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি একটি A4 সাইজের খামে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিন রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী-রাজশাহীর ঠিকানায় । * এসএসসি এবং ডিপ্লোমার সার্টিফিকেট ও মার্কশিট এর ফটোকপি । * ব্যাংকে টাকা জমা দেওয়ার ডিপোজিট স্লিপ । * ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি । পূর্ণ ঠিকানাঃ এস এম তালহা জুবায়েদ রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী রাজশাহী মোবাইলঃ +088- 01911 088 706 [ OFFICE DELIVERY কথাটি উল্লেখ করুন ] তৃতীয় ধাপঃ আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন নিচের ফরমেট অনুযায়ী এবং পাঠিয়ে দিন 01911- 088 706 এই নাম্বারে । ADMISSIONBATCH_NAMEDEPOSITED_AMOUNTSTUDENTS_NAMEBRANCHCGPAADDRESSJOIN_DATECONTACT_NUMBER @ সিজিপিএ ৩.৫০ এর চেয়ে কম থাকলে, স্পেশাল ব্যাচে ভর্তির আবেদন বাতিল বলে গন্য হবে । তাই, সিজিপিএ ৩.৫০ বা তার বেশি থাকলে, স্পেশাল ব্যাচের জন্য আবেদন করুন, সিজিপিএ ৩.৫০ এর কম থাকলে, জেনারেল ব্যাচের জন্য আবেদন করুন । আপনার পাঠানো কাগজপত্র এবং জমাকৃত অর্থ নির্দিষ্ট একাউন্টে জমা হলে আপনার মোবাইলে একটি STUDENTS ID সম্বলিত একটি কনফার্মেশন ম্যাসেজ যাবে । এই স্টুডেন্ট আইডি-র কনফার্মেশন ম্যাসেজ প্রদর্শন করুন রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমীতে যোগদানের দিন । এই স্টুডেন্টশিপ আইডি-র মাধ্যমেই আপনি যোগ দিতে পারবেন রয়েল ইঞ্জিনিয়ারিং একাডেমী-তে । * শর্ত প্রযোজ্য ।
Posted on: Tue, 30 Sep 2014 15:45:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015