লিখেছেন (লাবিব আহসান) কটে - TopicsExpress



          

লিখেছেন (লাবিব আহসান) কটে ডি আইভরী থেকে.… ২য় লেঃ (বাংলাদেশ সেনাবাহিনী) ফেসবুকে ইদানিং একটা জিনিস অনেক বেশি লক্ষ্য করেছি তা হচ্ছে ফেসবুক প্রেম।সময়ের চাপে হয়তো আমার বেশি সময় ফেসবুকে আসা হয়না। যাহোক পরিচয় হলো এক মেয়ের সাথে ফেসবুকে তার সাথে কথাবার্তা হতো।মেয়েটা বি বি এ তে পড়তো রাজশাহীতে।বাসা খুলনা,যাহোক চলছিল ভালোই দিনকাল।মেয়েটার সকল অতীত জীবনের কথা মেনে নিয়েছিলাম।কিন্তু হঠাত করে মেয়েটা আমাকে একদিন বলে আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তাই আমার আর ফেসবুকে আসা সম্ভব হচ্ছেনা।এই বলে ফেসবুক একাউন্ট টা ডিএকটিভ করে সেল নাম্বারটা বন্ধ করে রাখছে।সেদিনের পর থেকে আর কোন যোগাযোগ হয়নি। তোমরা মেয়ে আমাদের মায়ের জাতি তোমাদের অনেক বেশি সম্মান করি আমরা আর তোমরা এ রকম একজনের মন নিয়ে ছিনিবিনি খেলো? মেয়েদের বলছি প্লীজ এ খেলাগুলো আপনারা বন্ধ করুন।কারণ আমাদের মন বলে কিছু সেটাকে বোঝার চেষ্টা করুন। প্রচার সহযোগীঃ ক্যানভাস পরিবার
Posted on: Wed, 20 Nov 2013 15:48:13 +0000

Trending Topics



>

Recently Viewed Topics




© 2015