লেখাপড়া করার সময় - TopicsExpress



          

লেখাপড়া করার সময় আমাদের মনে নানা বিষয়ে নানা প্রশ্ন আসে, যার উত্তর আমরা বইতে খুঁজি, শিক্ষককে জিজ্ঞাসা করি, ইন্টারনেটে খুঁজি বা চিন্তা করে যুক্তি দাঁড় করিয়ে উত্তরটি বের করি। আমাদের দুর্ভাগ্য যে বেশিরভাগ ছেলেমেয়েই শেষ কাজটি করে না, কারণ নিজে নিজে চিন্তা করতে একটু সময় লাগে ও পরিশ্রম হয়, সেই সময় আর শ্রম তারা দিতে চায় না। আর আমাদের অভিভাবক, শিক্ষক ও শিক্ষাব্যবস্থা চিন্তা করার জন্য কোনো পুরস্কার দেয় না, বরং মুখস্থ করার জন্যই পুরস্কৃত করে। - Tamim Shahriar Subeen-এর কম্পিউটার প্রোগ্রামিং (১ম খণ্ড) বই থেকে। প্রকাশক : অন্যরকম প্রকাশনী। URL : cpbook.subeen/2011/08/data-type-input-output.html rokomari থেকে বইটি কেনা যাবে : rokomari/book/10053
Posted on: Tue, 12 Aug 2014 19:42:35 +0000

Recently Viewed Topics




© 2015