লেখার খসড়া -- চেস্টা চলছে - TopicsExpress



          

লেখার খসড়া -- চেস্টা চলছে কিছু একটা লেখার , থমকে আছে শুধু একটি নামের কারনে --- ==== ফিরে যাচ্ছে সে এখন । হতাশায় চিবুক বুক স্পর্শ করে আছে। স্বপ্ন চুরমার , বর্ণিল স্বপ্ন গুলোর টুকরো গুলো ছরিয়ে ছিটিয়ে আছে চতুর্দিকে । গায়ের হলুদ পাঞ্জাবীর রং লোমকুপ থেকে শরীরের অভ্যন্তর ঠাই নিচ্ছে দ্রুত , ধীরে ধীরে শরীরের রং পাল্টে যাচ্ছে , একটি সময়ে হয়ে গেলো হলুদ । এয়ার হোস্টেস বার কয়েক চেস্টা করেও তাঁর হাতে কিছু দিতে পারেনি। নাস্তা , চা , কফি , জুস , বিয়ার বা হার্ড ড্রিংক্স কিছুই নিচ্ছে না সে , লাঞ্চ বক্স এর দিকে ফিরেও তাকায়নি। এমন কেন এই যুবক ? সেই যে এসে বসেছে সিটবেল্ট পর্যন্ত খোলেনি । হতাশা মনে হয় সংক্রামক । এয়ার হোস্টেজ নিজেই আগ্রহী হয়ে পরেছে এই যুবকের দিকে। অসুস্থ কি সে ? গভীর মমতায় সিট বেল্ট খুলে দিয়ে , গায়ে একটি কম্বল জড়িয়ে দিল । কোন ভাবান্তর নেই যুবকের। চোখ খোলা , নীচে দিকে তাকানো , কম্বল জড়ানোর সময় ইচ্ছে করেই নীচ থেকে উপরের দিকে তাকিয়েছিল সুন্দরী এয়ার হোস্টেস । চোখে কোন প্রতিক্রিয়া নেই , চোখের সামনে একটি মেয়ে , অথচ সে চোখ তাঁকে দেখছেনা। মুহ্রতের জন্য এয়ার হোসটেজের মনে হলো যুবকের শরীরের রং হলুদ । কিছুটা ভয় পেলেও সামলে নীল নিজেকে । কিছুক্ষন পর পর দেখে যাচ্ছে সে এই হতাশাগ্রস্থ যুবককে। সুমনের জন্ম জার্মানি । সে এখন ২০ বছরের যুবক । তাঁরা বাবা মা ৭৬ সন থেক জার্মানির ফ্রাঙ্কফুর্টে আছে । এই প্রথম সে বাবা মায়ের সাথে বাংলাদেশে এসেছে ----- ** এখানে এসেই থেমে গিয়েছি ঘন্টা খানেক আগে । সুমন নামটা দিতে চাচ্ছিনা । হিমু টাইপের একটা নাম দিতে চাচ্ছি। প্লিজ কেউ একটা হিমু টাইপের নাম দিন । একটি নামের কারনে একটি লেখা শেষ হবেনা , এটা কোন ভাবেই কাম্য নয় ---
Posted on: Fri, 15 Nov 2013 10:02:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015