লিপষ্টিক কিনে আনলাম l এখন - TopicsExpress



          

লিপষ্টিক কিনে আনলাম l এখন থেকে গোপনে ব্যবহার করব l ঠোঁট কালো বলে কেউ পছন্দ করে না l অনেক ঘষামাজা করেছি কিন্তু ঠোঁট লাল করতে পারিনি l রাস্তাঘাটে বের হবার আগে হালকা লাল রংঙেয় লিপষ্টিক ঠোঁটে লাগিয়ে বের হব l অবাক লাগে , বিজ্ঞাপন , নাটক কিংবা সিনেমার নায়কদের ঠোঁট এতো সুন্দর ও লাল হয় কেমন করে ! অদ্ভুত সুন্দর লাগে দেখতে !! শুনেছি মডেল এবং নায়করা নাকি লিপষ্টিক ব্যবহার করে !! হায়রে দূনিয়া ! আরো কত কিছু যে দেখতে হবে ! বদলে যাও , বদলে দাও lllll
Posted on: Tue, 27 Aug 2013 19:31:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015