লিবিয়া হতে প্রবাসী - TopicsExpress



          

লিবিয়া হতে প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স পাঠানো সংক্রান্ত তথ্যঃ ========================================= ১। লিবিয়া হতে প্রবাসী বাংলাদেশীদের রেমিটেন্স সহজে পাঠানোর জন্য দূতাবাস নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক, Western Union, MoneyGram সহ সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে লিবিয়ার চলমান রাজনৈতিক অস্থিরতায় রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সীমাবদ্ধতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে ব্যাংক বা Money Transfer Agent গুলো পরিপূর্ণভাবে কাজ করতে পারছে না। বর্তমানে লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে বাংলাদেশী নাগরিকদের বিশেষ সুবিধা প্রদানের একটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। ২। দূতাবাসের পক্ষ হতে লিবিয়ার Bank of Commerce and Development এর সাথে সমন্বয়ের ফলে এ মর্মে সিদ্ধান্ত হয়েছে, যে সকল প্রবাসী বাংলাদেশীরা লিবিয়ার বিভিন্ন কোম্পানিতে কর্মরত রয়েছেন; সে সব কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট যদি বর্ণিত ব্যাংকটিতে থাকে; তবে ব্যাংক বরাবর সংশ্লিষ্ট কোম্পানির লিখিত পত্রের মাধ্যমে কোম্পানির অ্যাকাউন্ট হতে সরাসরি বাংলাদেশে রেমিটেন্স পাঠানো যাবে।
Posted on: Tue, 30 Dec 2014 11:24:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015