লাভলেইন মাদানী মার্কাজ - TopicsExpress



          

লাভলেইন মাদানী মার্কাজ মসজিদের জাফর কাকরী সাহেব একটি ঘটনা বলেছিলেন, ঘটনাটি এরকম, এক পাকিস্তানী চনাবুট বিক্রেতা একবার দাওয়াত ও তাবলীগে আমেরিকাতে গেলেন । তো সেখানে দাওয়াত দিতে দিতে এক পাকিস্তানীর সাথে দেখা হল । তখন যার সাথে দেখা হল সে ঐ চনাবুট বিক্রেতাকে চিনে ফেলল । এবং চনাবুট বিক্রেতাকে বলল, ভাই তুমি তো পাকিস্তানে চনাবুট বিক্রি করতা, তো আমেরিকা কেমনে আসলা অর্থাত্‍ টাকা কোথায় পাইলা ??? তো চনাবুট বিক্রেতা এক আজীব উওর দিলেন । চনাবুট বিক্রেতা বললেন, ভাই দেখ ! আমি এ না চনাবুট বিক্রি করি কিন্তু আমার আল্লাহ তো আর চনাবুট বিক্রি করে না । আমার আল্লাহ অনেক ধনী । উনিই আমাকে নিয়া আসছেন । সুবহানাল্লাহ ! কী চমত্‍কার উওর । আল্লাহ তায়ালা পবিএ কোরআনের সূরা যুমারের ৩৬ নং আয়াতে বলেন, আল্লাহ তায়ালা কী আপন বান্দার জন্য যথেষ্ঠ নহেন ?????? কালেক্টেড- মিলাদ
Posted on: Sat, 28 Sep 2013 14:14:02 +0000

Trending Topics



le="margin-left:0px; min-height:30px;"> LT. GOV. DARDENNE ANNOUNCES A-LIST PRODUCER TO CREATE BATTLE OF
food for thought to all you people that has that ignorant opinion
Gallstones 1st edition by Adler, G. published by Springer
Future hang out times with good friends and family. Paul and Toni
Starring.. Actors: Abbie Cornish (Sucker Punch), Adam Pally (Happy
Joko Harapkan Aremania Sebagai Kekuatan Tambahan Untuk Jagoan
So say goodbye to water for your wife, children, and husband.
Saturday 13th September 2014. Coylton 4 - Prestwick 3 (HT

Recently Viewed Topics




© 2015