~লাল চুলের ভিখিরি - TopicsExpress



          

~লাল চুলের ভিখিরি মেয়েকে ~শার্ল বোদলেয়ার ~অনুবাদ : বুদ্ধদেব বসু লাল চুলের, ফর্সা, একমুঠো বালিকা, তোর ঘাঘরা – ভরা ফুটো দেখায় তোকে অকিঞ্চন অতি এবং রূপবতী । স্বাস্থ্যহীন তরুন তনু তোর ছুলির দাগে চোখে লাগায় ঘোর, আমাকে দেয় মধুরতার ছবি – আমি গরিব কবি । কাঠের জুতোর গরবে তোর, মানি, লজ্জা পায় উপন্যাসের রানী ; চলুন তিনি কিংখাবের জুতোয় ; - ভঙ্গি তোকে জিতোয় । ন্যাকড়া – কানি ঢাকে না তোর লাজ ; তার বদলে দরবারি এক সাজ নিস্বনিত লম্বা ভাঁজে – ভাঁজে পড়ুক পায়ের খাঁজে ; রন্ধ্রময়, ছিন্ন মোজা জোড়া, তার বদলে সোনার এক ছোরা জঙ্ঘা তোর যেন মোহন রেখায় লম্পটেরে দেখায়; হালকা গেরো উন্মোচন করুক দুটি চোখের মতো রে তোর বুক দীপ্তিময় – লাবণ্যের চাপে আমরা জ্বলি পাপে; নির্বাসনের সময় বাহুযুগল যেন অনেক আরজিতে হয় উতল, ফিরিয়ে দিতে না যেন হয় ভুল দুর্জনের আঙুল, যত সনেট লিখে গেছেন বেলো, বাছাই – করা মুক্তো ঝলোমলো, বান্দারা তোর বন্দনাতে দান দিক না অফুরান, হতচ্ছাড়া কবির দল, খাতায় নামটি তোর লিখুক প্রথম পাতায়, কুড়িয়ে নিতে খুঁজুক ছলছুতো সিঁড়ির চটিজুতো ;- চটি তো নয়, কোমল এক নীড়, তার লোভে যে বেয়ারাগুলোর ভিড়, আড়ি পাতেন ওমরাহেরা নাচার, এবং অনেক রঁসার ! ফুলের চেয়ে আরো অনেক বেশি শয্যা তোর চুমোয় মেশামেশি, তোর ক্ষমতার বিপুল পরিমানে ভালোয়া হার মানে ! অবশ্য তুই এখন ভিখারিনী ঐ যেখানে চলছে বিকিকিনি, হাত বাড়িয়ে দাঁড়াস চৌকাঠে শস্তা মালের হাটে ; আহা রে তোর চক্ষু ভরে জ্বালায় চোদ্দ আনা দামের মোতির মালায়, সেটাও তোকে – মাপ করো গো মিতে – পারি না আজ দিতে । তাহলে তুই এমনি চলে যা রে, বিনা সাজে, গন্ধে, অলংকারে, শীর্ণ দেহে নগ্নতাই শুধু সাজাক তোকে বঁধু ! [লাল চুলের ভিখিরি মেয়েকে ( A une Mendiante rousse ) শার্ল বোদলেয়ার : তার কবিতা ; প্যারিস - চিত্র ( Tableaux parisiens ) অনুবাদ : বুদ্ধদেব বসু ]
Posted on: Thu, 11 Jul 2013 12:47:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015