লুকিয়ে ফেলুন - TopicsExpress



          

লুকিয়ে ফেলুন কম্পিউটারের ড্রাইভ ¤ ¤ অনেক প্রয়োজনেই ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের ড্রাইভ লুকিয়ে ফেলতে হয়। যদি কম্পিউটারের ড্রাইভ লুকিয়ে রাখতে চান, তবে প্রথমে রানে গিয়ে cmd (command promt) লিখুন। diskpart লিখে এন্টার করুন অথবা run-এ গিয়ে diskpart লিখে এন্টার দিন। এখানে লিখুন list volume। এন্টার করুন। আপনার কম্পিউটারের সব ড্রাইভের index নম্বরসহ দেখাবে। এবারে লিখুন Select volume (index number)। যেমন, ড্রাইভ D যদি ২ নম্বর হয়, তাহলে লিখুন Select volume 2। এরপর Remove letter (drive letter) লিখে এন্টার করুন। যেমন, ড্রাইভ D- এর জন্য লিখুন Remove letter D। ব্যস ড্রাইভ লুকানোর কাজ শেষ। এবার লুকানো ড্রাইভ ফিরিয়ে আনার জন্য সিলেক্ট ভলিউম পর্যন্ত আসুন। এর পরের ধাপে Remove letter- এর জায়গায় লিখতে হবে Assign letter। যেমন, D drive-এর জন্য লিখুন Assign letter D এবং এন্টার করুন। এবার দেখুন আপনার লুকানো ড্রাইভটি ফিরে এসেছে।Md.jasim
Posted on: Thu, 10 Oct 2013 07:13:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015