শোক দিবস কনসার্ট না সুখ - TopicsExpress



          

শোক দিবস কনসার্ট না সুখ দিবস ? নাচলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান (ভিডিওসহ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর দিনে আনন্দ-আয়োজন ‘কনসার্ট’ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী নিজেই ‘কনসার্টে’র মঞ্চে উঠে ব্যান্ডের নারী শিল্পীর সাথে নেচেগেয়ে আনন্দ উদযাপন করেছেন! কনসার্ট ছাড়াও তিনটি গরু জবাই করে আকনি বিরিয়ানি ও মেজবানি রান্নায় ভুরিজোজ করা হয়। দিবসটি পালন উপলক্ষে স্থাপিত মঞ্চের পেছনে লাগানো কালো ব্যানারে লেখা হয়েছে ‘জাতীয় শোক দিবস ২০১৩, আলোচনা সভা ও দোয়া মাহফিল।’ চেয়ারম্যান মোহাম্মদ আলী নিজেও সাদা-কালো পাঞ্জাবি পরে এসেছেন অনুষ্ঠানে। অথচ সেই শোকের মঞ্চে কনসার্টে গান করতে আনা নারী শিল্পীর সাথে বোর্ড চেয়ারম্যান উৎফুল্ল ভঙ্গিতে নেচে-নেচে সুর মিলিয়ে গেয়েছেন-‘একতারা বাজাইও না, দোতারা বাজাইও না…।’ এ নিয়ে সুধীমহলসহ শিক্ষা সংশ্লিষ্ট সবার মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। শোকের দিনে শিক্ষাবোর্ডের মতো এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধানের এ ধরনের আচরণের কঠোর সমালোচনা করেছেন তারা। শোক দিবসের অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী অন্য যে কোনো সময়ের তুলনায় এবার বেশি বরাদ্দের কথা জানিয়ে বলেন, ‘আগে কখনো বড় আকারে এসব জাতীয় অনুষ্ঠান পালন করা হতো না। আমি আসার পর থেকে ব্যাপক আকারে করছি। এবার তিনটি গরু জবাইয়ের পাশাপাশি খাসির মাংসেরও ব্যবস্থা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘গরুর মাংসের আকনি ছাড়াও মেজবানি মাংস করা হয়েছিল। বোর্ডের প্রায় ১২০ জন কর্মকর্তা-কর্মচারী ছাড়াও গরিব মিসকিনদের মধ্যে তা বিতরণ করা হয়। আর দুপুরের খাবারের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।’ শোক দিবসের বাজেট প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা জানান, প্রায় তিন লাখ টাকার বরাদ্দ দেয়া হয়েছে এই আয়োজনের জন্য। খাওয়া ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের খরচ। জানা গেছে, গতকাল সকাল দশটায় শোক দিবসের অনুষ্ঠান শুরু হয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে। প্রথমে আলোচনা সভা, এরপর মোনাজাত, কবিতা আবৃত্তি এবং এসবের পরে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। প্রথম দিকে স্বাধীন বাংলা বেতারের কিছু দেশাত্মবোধক গান পরিবেশন করা হলেও পরবর্তীতে আধুনিক গানের দিকে চলে যান তারা। বোর্ড চেয়ারম্যান ব্যান্ডের এক নারীর শিল্পীর সাথে নেচেগেয়ে আনন্দ উদযাপন করেছেন! FOR ভিডিও LOG IN AS BELLOWS: youtube/watch?feature=player_embedded&v=_dcWRZt-jPc
Posted on: Sun, 26 Oct 2014 06:03:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015